পাতা:পথের দাবী নাটক.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃষ্ঠ পথের দাবী ●@ ভারতী। আমি কে ? আপনার খাওয়া থাকার ব্যবস্থা করবার ভার তো আমার ওপল নেই। কেউ তা দেয় নি। না ভগবান— F || অপূৰ্ব্ব । আপনি ও বাড়ী থেকে চলে এলেন ; একবার ভাবলেন না আমি এক ওখানে থাকি কি করে । ভারতী । এক মানে ? অপূর্ণ। এক ধই কি ! তেওয়ারীর দিকে চেয়ে দেখতে এখনো আমাব তয় হয। সারা মুখে এখনো বসন্তের বিকট দাগ। আবে ভষ্ম হয় যখন ভাবি তেওয়ারার মত আমারও যদি বসন্ত ভয় । তখন কে আমায় দেখবে ! আপনি স্তে আগে থেকেই পালিযে এসেচেন । আমায় দেখবে কে ? ভারতী। আপনাল বন্ধু তলোবালকবকে খবল দেবেন। অপূৰ্ব্ব । না, না, চা কিছুতেই হবে না। আমি রোগে পড়লে হয় আমার মা, না হয় আপনি, একজন কাছে না থাকলে আমি বাচবো না । কাল যদি জানব বসন্ত হয় আমার একথা আপনি কিছুতেই যেন ভুলবেন না ! ভাবতী। ( গম্ভীব হইয়া গো ) আপনি বড় ভীতু লোক তো ! অপূৰ্ণ । তেওয়াবার অমুখের কথা ভাবলে সত্যিই আমার ভ্য হয়। ভারতী। সবাঘই কিছু বসন্ত হয় না, আপনারও হবে না। আপনি বমন, আমি এখুনি আসচি। অপূৰ্ব্ব । আমি এক বসে থাকব ? ভাবতী । ভয় কি ! এ বাড়ীতে কারু তো বসন্ত হয় নি ! আপনার বন্ধু তলোয়ারকর এখুনি এসে পড়বেন। অপূৰ্ব্ব । তলোয়ারকরের সঙ্গে কোথায় আপনার আলাপ ছল ?