পথের দাবী দ্বিতীয অঙ্ক چ&& ভারতী। তেওয়ারীর অমুখের সময় তিনিও ঘেহেন কি না । অপূৰ্ব্ব। তা এখানে আসেন কেন ? ভারতী। তা আলাপ হয়েসে আসবে না। আপনি আসেন কেন ? অপূৰ্ব্ব । আমরা একজাতের লোক। বাঙালী । ভারতী। আমি বাঙালী হলেও খৃষ্টান, সে কথা কি ভুলে গেলেন ? বসুন আপনি । ভারতী দুয়ারের দিকে অগ্রসর হইতে অপূৰ্ব্ব কহিল অপূৰ্ব্ব । শুকুন। তলোয়াবকবকে আপনার কেমন লাগে ? ভারতী। তলোয়ারকর বেশ লোক। যেমন তার দেহে, তেমন মনেও বেশ জোর আছে। তিনি আপনুর মত ভীতু নন, তীকও নন। ভারতী বাহির হইয় গেল। অপূর্ব মাথা নীচু করিম দাডাইয রচিল তলোয়ারকরের প্রবেশ তলোয়ার। এই যে বাবুজি, ভবতী কোথায় ? অপূৰ্ব্ব । আপনাকে এখানে দেখতে পাব আশা করিনি। তলোয়ার। ( হো গে করিয়া হাসিয়া ) আমার সঙ্গে কোনদিন তার ঝগড়া হয়নি, আপনার হয়েছিল । অপূৰ্ব্ব। আপনিও একদিন ওদের জাতকে ক্রিশ্চিয়ান বলতেন। তলোয়ার। আর মজা এই যে, ‘আজ আমরা দু’জনেই ভারতীর ভক্ত হয়ে পড়েচি । অপূৰ্ব্ব । ভক্ত ! ভক্ত হতে যাব বিসের জন্তে ? তবে তেওয়ারীর শুশ্ৰয যে ভাবে করেচেন, তা শুনে শ্রদ্ধ না করে পারি না । তলোয়ার। তবুও আপনি নিজের চোথে তা দেখেন নি। রাতের
পাতা:পথের দাবী নাটক.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।