&২ পথের দাবী ष्ट्रिउँौञ्च अक्षु স্বমিত্ৰা । জোর করে কিছুই বলা যায় না, উচিতও নয়। নবতারার হৃদয় আছে, প্রাণ অাছে, সাহস আছে, আর সব চেয়ে বড় যা, সেই ধৰ্ম্মজ্ঞান আছে। দেশেব সেবাঘ এই অমিব যথেষ্ট বলে মনে কবি ; তবে আপনি যাকে সতীত্ব বলচেন তা বজায় করে রাখবার সুবিধে ওঁব তবে কিনা উনিই জানেন। মনোহর। যদি উনি তা নাও রাখেন তাকেও বোধকবি আপনার ক্ষতি মনে করেন না ? স্বমিত্রা মনোহরের দিকে তীয় দৃষ্টি হানিয কহিল স্বমিত্র । খুব সে বড় রকমের ক্ষতি হবে তাই কি বলা যায় ? মনোহব। ( হাত জোড় কবিৰ ) দোঙ্গাই আপনার । নিজেব যা ইচ্ছে হয় তাই করুন, কিন্তু অপলকে এ বিশ্বাস দেবেন না । ইউরোপের ভা 3 আমদানি কবে আমাদের যথেষ্ট ক্ষতি হযেচে । কিন্তু মেযেদেব তাতে মাতিয়ে তুলে, ভারতবর্ষের আর ক্ষতি কববেন না। সুমিত্রী । মনোঙ্গরবাবু, ইউরোপীয় সভ্যতা সম্বন্ধে আপনার বিশেব জ্ঞান নেই। তাই তা নিযে তর্ক কবলে শুধু সময় নষ্ট হবে। আমাদের অন্ত কী ক্ৰ আছে । মনোহব । সময় আমার ও অপর্যাপ্ত নয় । ( উঠিয় দাড়াইল ) আমি শেষবাব জিজ্ঞাসা করচি, নবতারা তা হলে যাবেন না ? নবপ্লারা । ( উঠিয়া দাড়াইযা ) না। মনোহর। ওঁর দাযিত্ব তা হলে আপনারাই নিচ্ছেন ? নল তারা। আমার দায়িত্ব আমিই নিতে পারব। আপনার দুশ্চিস্থার কারণ নেই। মনোহর। স্বমিত্রা দেধি, আপনিই বলুন, স্বামী-গৃহে বিবাহিত জীবনের চেয়ে নারীর গৌরবের বস্তু আর কিছু আছে কি ?
পাতা:পথের দাবী নাটক.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।