পাতা:পথের দাবী নাটক.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃপ্ত পথের দাবী ግፍ অপূৰ্ব্ব । আমার মাকে আপনি দেখেন নি। কিন্তু দেখলে একেবারে আশ্চৰ্য্য হয়ে যাবেন । সমস্ত জীবনই স্বামীপুত্রের স্বেচ্ছাচার নিঃশব্দে সহ কবে অসচেন । তার একটি মাত্র ভরসা আমি । তার আশা আমার বউ এলে অব তাকে রোধে খেতে হবে না। ভারতী। তার সেই অশাটি পূর্ণ কবে আসাই তো উচিত ছিল । অপূৰ্ব্ব । ছিলই তো। বার ব্রত করবে, আচার বিচার মানবে, ব্ৰাহ্মণ পণ্ডিতের ঘরেব মেয়ে হবে, মাকে কখনো দুঃখ দেবে না, সেই তো আমি চাই । কাজ কি আমার গান বাজনা জানা বিদুষী মেয়ে । ভারতী । কাজ কি ! অপূৰ্ব্ব । আমার হাতের কাজ দেখে গসছিলেন । এই দেখুন সব গুলো ফলষ্ট কেটে ফেলেচি । বট সরাষ্ট্রয় রাখিল ভারতী । এইবার সবগুলোই খেয়ে নিন। অপূর্ব। আপনি ! ভারতী। আমি কি ? অপূৰ্ব্ব । আপনি খাবেন না ? ভারতা । না । অপূৰ্ব্ব । ( হাত দিয়া থালা ঠেলিয়া ) ধা: ! তাও কি কখনো হয়। আপনিও না খেয়ে রয়েচেন, আর— ভারতী। অীঃ ! আপনি ভারী জালাতন করেন। ক্ষিদে থাকে খান, না হয় জানাল দিয়ে ফেলে দিন । উঠিয় দ্রুত বাহির হইবা গেল। অপূর্ব কাঠের মত বসিয়া রহিল। ডাক্তার প্রবেশ কক্সিল । তাহার মাথায় পাগড়ী, গায়ে লম্বা কোট ৷ একটা চামড়ার ট্রাপ দিয়া কতগুলি বাণ্ডিল বাধ৷