পাতা:পথের দাবী নাটক.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵԵ- পথেৰ দাবী তৃতীয় অঙ্ক মাণিক। যেদে। শাল আমায় জানে না । আমি দেশোগুণ্ডার ছেলে । জেল, ফাসি কিছু ভয় করি না । বোতলটা লইযা মাচানে উঠিহে লাগিল অপূৰ্ব্ব । গরমজাদ, নচ্ছাব, পাঞ্জা, মাতাল, ধেন সরককুণ্ড বানিয়ে রেখেচে । এখালে পা দিতে আপনার স্ত্রণ হ’ল না । ভারতী । ( অপূৰ্ব্বর মুগের দিকে চাঙ্গিমা ) না, তবে কারণ, এ নরককুণ্ড এবা বানায় নি। অপূৰ্ব্ব । এবা বানায নি, আমি বনিয়েচি। মেয়েটার কথা শুনলেন, যেন ওল মা কোণ তীর্থ যা এা কবেচে । নির্লজ্জ পেহাযt শয়তান ! আব কখনো যদি এখানে আসলেন তো টের পাবেল বলে f: ভারতী । আমি মেচ্ছ পুষ্ট্রান। ক্ষমাব এখানে আসতে দোষ কি ? অপূৰ্ণ। দোষ নেই ? ক্রীশ্চীনের জন্যে কি সৎ অসৎ বস্তু নেই ? নিজেদের সমাজেব কাছে তাদের জবাবদিঙ্গি করতে হয় না ? ভারতী । কে আছে আমার জবাবদিঙ্গি কলব ? অপূৰ্ব্ব । এ সব আপনার চালাকি। আপনি ঘবে ফিরে চলুন। ভারতী। অামাব এখানে কাজ আছে। আপনার ভাণে না লাগে আপনি ফিরে যান । অপূর্ব। ফিরে যান বলেই কি আপনাকে এখানে রেখে আমি বেতে পারি ? ভারতী। তা হলে সঙ্গে থাকুন। মামুষের প্রতি মানুষ কত অত্যাচার করচে চোখ মেলে দেখতে শিখুন।7