এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
o ***ส รtā - তাহার সেবা করিতে হইলে তাহার সন্তানগণের সেব আগে করিত হইবে, তাহীতে তিনি সন্তুষ্ট হন এবং হৃদয় মধ্যে প্রকাশিত হইয়া থাকেন। কেবল যে মানুষের সেবা করিতে হইবে তাহা নহে । পশু, পক্ষী, উদ্ভিদের পর্যন্ত সেবা করিতে হইবে। - সবাই তার সন্তান, প্রত্যহ ক্ষুদ্র ক্ষুদ্র কর্ঘ্যের মধ্যে ঐ সেবা কাজের অনুষ্ঠান করা সেবা বৃত্তিকে বদ্ধিত করিব। তাহাতে তোমার অলং বৃত্তিগুলি ক্রমে ক্রমে জন্তর্হিত হইৰে ও মন অপর শান্তি বিরাজ করব । - জগতে সকলে পড়িয়া থাকিবে তার তুমি একাই মুক্ত হইয়া যাইবে একথা মনে স্থান দিও না। কারণ সমতাই । প্রাকৃতিক নিয়ম। তবে তুমি যে একই সমস্ত কাৰ্য্য করবে, তাহার কারণ তুমি ইহার দ্বারা এমন একটা প্রণালী স্বরূপ ৷ হইতে পরিবে, যাহার মধ্য দিয়া বহুলোবের উপর তাহার করুণ বৰ্ষত হইবে এবং জগতের সকলেই ক্রমে ক্রমে উন্নত - মধ্যে রৌদ্রে দিবে।