- -T o পথের সাথী ৷ আসিবে ষে তুমিই মন্দ কাজ করিবে । তা ছাড়া তুমি তাহার শক্তি ব্যতীত কোন সামান্ত কাৰ্য্যও কি করিতে পার । কেবল মন্দ কাৰ্য্য হইতে বিরত থাকাই ধৰ্ম্ম নহে, পরন্তু সংকার্ধ্যের অনুষ্ঠানই ধৰ্ম্ম । যে কাৰ্য্য অনুষ্ঠানের দ্বারা তোমাকে তাহার নিকটবৰ্ত্তী করে, অর্থাৎ তিনি তোমার নিকট অধিকতর প্রকাশিত হন—নে কাজ করিতে বিবেকের অনুমতি পাও-যে কার্য্যে প্রসারতা নিয়ে আসে তাহাই ধৰ্ম্ম কাৰ্য্য ; আর তদ্বিপরীত কৰ্ম্মই পাপ কাৰ্য্য। এই জগতের কিছুই চিরদিন থাকিবে না, কেবল ধৰ্ম্মই থাকিবে, ইহা মনে করিয়াও মৃত্যু অতি সন্নিকট ভাবিয়া ধৰ্ম্ম কাৰ্য্য করিবে আর "আমি কখনও বৃদ্ধ হইব না এবং মরিব না" ভাবিয়া বিদ্যা উপার্জন করি:ব। হৃদয়ের অকপট প্রেমই "ধৰ্ম্ম, চিত্তশুদ্ধি ও অন্তের কল্যাণ সাধনই শ্রেষ্ঠ উপাসনা" ও ধৰ্ম্মতত্ত্ব শ্রবণই প্রকৃত "শান্তি" এবং সহিষ্ণুতা, সাধুসঙ্গ ও ধৰ্ম্মচর্চাই যথার্থ স্থখ ” প্রাতঃকালে ভ্রমণ করিয়া বিশুদ্ধ বায়ু সেবন করবে।
পাতা:পথের সাথী.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।