পথ-নির্দেশ উঠিযাছিল। সে কোন মতে আত্মসংবরণ কবিয লইয বলিল, সে কি হয ভাই ? সে হয় না। কথা-বাৰ্ত্তী সব পাকা হ’যে গেছে । ছাই কথা-বাৰ্ত্তা ! ছাই পাক কথা । তুমি সম্বন্ধ ক’বেছ, তুমি ইচ্ছে কবলে ভেঙে দিতে পাব। আমি হাত জোড ক’বে বলুচি গুণীদ, আমার এই কথাটি বাথো । সুলোচনা সন্দিগ্ধ-চিত্তে পিছনে পিছনে উপবে উঠিযা আসিযাছিলেন, ঘবে ঢুকিযা ক্রুদ্ধভাবে বলিলেন, এ সমস্ত - তেবে কি হ’চ্চে হেম ? এ সব কি পাগলের মত বকচিস্ ? সম্বন্ধ কি কখনো ভাঙা যায, না পাকা কথাল নডচড় কব যায ? আবি ভাঙবেই বা কেন ? তোব ভাগ্যি ভাল যে, এমন ভাই পেযেচিস্। এমন সম্বন্ধ জুটেছে—তুই বলিস্ কি না, ভেঙে দিতে ? বাঙালী মেযে খৃষ্ট নীল মত আইবুডো খুবড়ো হযে থাকবি ? বা নিচে যা । হেম চলিযা গেল, সুলোচনা গুণেন্দ্রব দিকে চাহিয। কহিলেন, এই সব দিন বাত বই পডাল ফল । চব্বিশ-ঘণ্ট। নভেল, নাটক নিযে থাকলেই এই সমস্ত দুৰ্ম্মতি হয। অস্ত্রাণ মাসে যেমন ক’বে তোক, ওকে বিদেয কবতেই হবে। গুণেন্দ্র চুপ কবিয বসিবা বহিল। সুলোচনা আবে কিছুক্ষণ দাডাইয থাকিযা ধীবে ধীবে নামিষ গেলেন। ২৭
পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।