& অগ্রহাযণ মাসেব শেষে নবদ্বীপে এক বড়লোকের ঘরে হেমেব বিবাহ হইযা গেল। সে দূর্ব তইতে গুণীদাকে প্ৰণাম কবিয স্বামীব ঘব কবিতে চলিলা গেল। সেখানে শ্বশুব, শ্বশী, জা, ননদ, কেহই ছিল না ; স্বামীব পিতামষ্টা এবং স্বামীব অবিবাহিত ছোটভাই—সে কলিকাতায কলেজে পড়ে।” কিশোবীবাবুব ব্যস ছত্রিশেব কাছাকাছি। তিনি বিপত্নীক চহয৷ অবধি একটি ডাগব মেযে খুজিতেছিলেন, তাহ হেমকে না দেখিলাহ তাঙ্গাব পছন্দ হইযা গেল । বিবাহেব পব তিনি স্বলোচনাকেও এ বাড়ীতে অনিপার জন্য পীড়াপীডি কবিতে লাগিলেন। স্বলোচনা সম্মত হুইয মেনেল কাছে পত্র লিখাইলেন । তিনি নবদ্বীপে থাকিয পুণা-সঞ্চধ কবেন, এই ইচ্ছা ! হেম জবাবে লিখিল, তুমি যে বাড়ীতে আছ মা, সে বাউীল হাওযা লাগলেও সমস্ত নবদ্বীপ উদ্ধাব-ক্ত’ক্স যেতে পাবে। ওখানে থেকেও যদি তোমাব পুণ্যসঞ্চযু না হয, বৈকুণ্ঠে গেলেও হবে না। ওঁকে ছেড়ে যদি তুমি এস, আমি নিজে গিযে তাপ কাছে থাকুব । ర్సి
পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।