পথ-নির্দেশ হেম, আজি হেসে আমোদ কবে যেতাম, যদি না তোকে এমন ক’বে নষ্ট কবতাম। আমি লজ্জায, দুঃখে তোব মুখের পানে যে চাইতেই পচি না মা ! হেম কাদিতে কাদিতে বলিল, বেন অমন কবে তুমি বলচ মা, আমাৰ কপালে যা ছিল তাই হযেচে, এতে তোমাব হাত কি ? সুলোচনা বাধা দিযা বলিলেন, আমাব গত ছিল, সে হাত আমি নিজের হাতেই কেটেচি । তুই বলুচিস্, মন্দ কপাল, কিন্তু তোব কপালেব মত ভাল কপাল এ বাজ্যে একটি মেযেবও ছিল না মা, আমি যদি না মাঝে প’ড়ে সমস্ত নষ্ট কবে দিতাম । আমি যে সমস্তই জানি , তাতেই ত এ দুঃখ রাখবাব আব জাযগা খুজে পেলাম না। অজানা পাপেব উপায আছে, কিন্তু জেনেশুনে পাপ কবাব কোথায মোচন পাব মা ? র্তাহাব চোখ দিযা টপ টপ কবিঘা বড়বড় অশ্রু গড়াইযা পড়িতে লাগিল। হেম আঁচল দিবা তাহ মুছাইয দিলে, কিছুক্ষণ পবে স্থলোচনা পুনবাব বলিলেন, মাযের উপর রাগ রাথিস নে মা ! পাছে এ কথা বললে তোব অকল্যাণ হয তাই বলতে পালাম না ; না হ’লে আজ মরণকালে হাত জোড় ক’বে বলতাম— 8 e
পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।