পথ-নির্দেশ বজ্রাঘাতে বাজে ত সে ব্যথা অামাব পবম শত্রুব জন্তে ও কামনা কবি নে ? অামাব দিব্যি বইল ছেম, এ বেশ আগব খুলে ফেলিস নে। কি জানি, কোন পাষাণ বিধবাব সাজ তৈবি ক’বে গিয়েছিল, আজ আমি অভিসম্পাত কবি, তাকে যেন আমবি মত আঘাত বুক পেতে সইতে হব। না না হেম, বাধা দিস নে মা, কাল আমি তাব বলতে আসা না । আজি তোকে বলি, যেন তোব বাপেল কাছে থেকে তোকে দেখে সুখী হ’তে পাবি। র্তাহলে আবাল স্বব রুদ্ধ হইয| আসিল । হেম আঁচল দিয ধীরে ধীবে চোখ মুছাইযা দিতে লাগিল। বাহিবে জুতার শব্দ শুনিষ হেন মাথাব উপবে কাপড় তুলিব। দিতেই গুণী সাহেব ডাক্তাব লইযা ঘবেব সম্নে আসিস উপস্থিত হইল। স্থলোচনা দেখিতে পাইবা অধীব ভাপে বলিয়া উঠিলেন, আবার ডাক্তাব কেন গুণি ? ঐখান থেকে ভিজিট দিযে ওকে বিদেয কবে দিযে তুই অমাব কাছে এসে একবাব বোস্। গুণী বলিল, মা, অন্ততঃ একবাব তোমাব গতটা— না গুণী, না। অর্ণব আমাকে দগ্ধ কবিস নে—যেতে দে 'ওকে । সাহেব ডাক্তাব অত বুঝিল না। সে ঘৰে ঢুকিয়া নিকটে 8
পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।