পথ-নির্দেশ খুললে বাইরের লোকের ঘবে ঢুকে চেঁচামেচি করতে নেই । এই সমস্তই আমাব, এই কথাটা ভাল ক’বে বুঝিযে দিয়ে ওঁকে যেতে বল । গুণী সমস্ত বুঝিল। তাবপব আসিল বলিল, সে সম্পর্কে এত দিন পবে বুঝি সিন্দুক খুলতে এসেচ ? হেম চেকেব পাত গুণিতে গুণিতে বলিল, হু । মাসি বলিলেন, ও কে গুণি ? আমব বোন। উত্তর শুনিলা হেম শিঙ্গবিয উঠিল। তাহাব পব চোখ তুলিবা একটি বাব মাত্র তাহাব মুখেল দিকে চাচিযা মাথা হেঁট কৰিম৷ বহিল। মাসি বলিলেন, কৈ, এতদিন ত এ-সব কথা শুনি নি ? কি বকম বোন হয ? গুণী সে কথাব উত্তর এডাইয সংক্ষেপে কহিল, ঝগড ক’বে চলে গিয়েছিল—ওবই সৰ্ব্বস্ব মাসি । মালি বিশ্বাস কবিলেন না, বুঝিতেও পাবিলেন না, ধীবে ধীবে চলিয় গেলেন। তিনি চলিযা গেলে, গুণী হেমেল দিকে ভাল কবিয়া না চাহিযাই বলিল, মরণকালে হঠাৎ এ খেযাল কেন ? কিন্তু বলিযা ফেলিযই তাহাব মুখ দেখিবা ভীত হইয৷ উঠিল। হেমেব মুখ শাদা হইয গিঘাছে—সে যেন অকস্মাৎ কোন ক্রুদ্ধ তপস্বীব অভিসম্পাতে এক নিমেযে পাষাণ হইযা গিযাছে ! গুণী সভযে ডাকিল, হেম ! হেম সাডা দিল না ! নড়িলও না— q8
পাতা:পথ-নির্দ্দেশ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।