পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

97 গ্রহণ করে এই জন্যে সতত জলমধ্যে জুৰিয়া থাকেন, প্রায় দণ্ডের মধ্যে দুই যার মুখ ভাষাইয়। উঠে । এল' সেই সময়ে উদরন্থ লম্বন্ত, জল মন্তকের ছিদ্ৰ দিয়া বহির্গত করিয়া ফেলে। কিন্তু তৎকালে কেছ যদি তাড়া দেয় তবে ঘোরতর ঝড়ের মত শব্দ করে। এই তিমি মৎস্য অতি কোমল প্রযুক্ত কথনং ক্ষুদুমৎস্যেরাও তাহাদের কুেশ জন্মায়। তাহার প্রসব সময়ে এক সন্তান মাত্র প্রসব করে, কিন্তু সন্তান ও মাতার প্রতি *ईब्रश्न তাহাদের এমত বুেহ যে প্রাণান্তেও কদাচিৎ বিচ্ছেদ হয় না । শিষ্য। তবে তাহারা কি প্রকারে ধৃত হয় ? .. গুরু । জাহাঙ্গি লোকের তাহীদের স্থান নির্ণয় করিয়া নিকটে গমন পূৰ্ব্বক টেট নিক্ষেপ করিয়া বিদ্ধ করে, তাহাতে সেই श्लोकाः গভীর জলে মল্প হয়। কিঞ্চিৎ কাল বিলম্বে নিশ্বাস ত্যাগ করণার্থে ভাষিয়া উঠিলে তৎক্ষণাৎ তা স্থার উপরে তার হার টেট। নিক্ষেপ করে । তাহাতে অতিশয় রক্ত নির্গত হওয়াতে তিমি প্রাণ ত্যাগ করিয়া ভাসিয়া উঠে । এই প্রকারে এক বৎসরের মধ্যে প্রায় দুষ্ট সহস্র মীন ধৃত হইতেছে। শিষ্য । তিমি মৎস্যহইতে উপকার কি ? গুরু। অনেক উপকার অাছে, দেখ, তাহার মা-সন্তুষ্টতে তৈল জন্মে, এব• তাহার মাড়ীর অস্থি নানা কৰ্ম্মে লাগে ; ইহাতে সেই একটা মৎস্যের মূল্য প্রায় দশ সহস্র টাকা হয়। r শিষ্য । তিমি ভিন্ন আর কোন অসাধারণ জন্তু আছে ? - গুরু। হা, ভূজলচর মাত্রেই অসাধারণ জন্তু ; কেননা তাহদের, ফুফুলি চতুমুদ পশু কি পক্ষ কি মৎস্য কোন সাধারণ জন্তুর সদৃশ, নয়; কিন্তু আ“শিক উভয়ের ন্যায়ই হয়; এই জন্যে চতুস্তুদের যুগ ভূমিতে প্রাণধারণ করিতে পারে, এব^ মৎস্যের ন্যায় জলেতেও প্রাণধারণ করিতে পারে । + শিষ্য। ভূজলচর জন্তুর কত বর্গ আর তাহদের চিহ্নহ বা কি ? গুরু।তাহার দুই বর্গেতে বিভক্ত হয়। প্রথম বর্গের মধ্যেকাপ ওঁ ভেঙ্ক ও গোধিক ও কুম্ভীর প্রভৃতি গমনশীল জন্তু এই সৰূল