পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.99 জন্তুর চারি চরণ, এবশ কর্ণের রন্ধুমাত্র আছে। কিন্তু পাতা নাই। দ্বিতীয় বর্গের মধ্যে সৰ্পগণ তাহীদের চরণ নাই, এব^ ডিম্ব, শৃঙুলের ন্যায় গ্রথিত হয়। সপ্তম কথোপকথন । পক্ষির বিষয় । . শিষ্য। মহাশয় অনুগ্রহ করিয়া সমুক্তি পক্ষি জাতির বিষয় ? কিছু বলুন, কেননা তাহদের মধুর ধ্বনিতে আমার বড় : সন্তোষ জন্মে | - গুরু। তুমি যদি সেই সন্তোষের স্বাসন কর তবে অস্তি প্রত্যুষে গাত্ৰোথান করি ও । - শিষ্য। আমি প্রত্যহই প্রত্যুষে গাত্রোথান করিয়া থাকি, তাহ: কেবল সুস্থতার নিমিত্ত্বে নয় কিন্তু আনন্দের জন্যেও বটে । গুরু। তুমি যে প্রতিদিন প্রতামে গাত্রে থান কর এ আমার । নিতান্ত বাস্থ্য, কেননা পাঠ ও প্যান ও বিবেচনাদি করণের সে উপযুক্ত সময় । শিস্য। আমি উঠিন্তে চেষ্টা করিল, কিন্তু এই ক্ষণে কি রূপে পক্ষিগণকে চিনিতে পারা যায় তাহ অনুগ্রহ কৱয় বলুন ? : গুরু। অগুস্থার এবং পক্ষদ্বারা চিনতে পারা যায়, কেনন। তাছাদের অগ্রস্থিত দুষ্ট চরণের পরিবর্ষে দুই পক্ষ হইয়াছে। । o শিষ্য। পন্ধি সকল কত বর্গে বিভক্ত এবণ তা হাদের বিশেষ । झिझै ठो ‘के ? - 、 গুরু। তাহার ছয় বর্গেতে বিভক্ত হয়, এবং চক্ষুপুটার তাহাদের বিশেষ বোধ ছয় । প্রথম বর্গের মধ্যে গৃঞ্জ ও চিল ও শোন প্রভৃতি হি-তু পক্ষি সৰল, তাহদের চকু ৰজাকার হয়। . দ্বিতীয় বর্গের মধ্যে কাক ও তাড়কাক ও তোতা গুস্তৃপ্তি । ইছাদের, চৰু ঈশদ্বক্ৰ হয়। : ?