পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4}{33 উড়িতে দেখিতেছি এই নিমিত্তে সাধারণ বস্তুর ন্যায় তাহ আশ্চৰ্য্য বোধ হয় না। . - . . . ; শিষ্য। আমরা যে নিশ্চিন্ত হইয়। অনায়াসে সৰ্ব্বত্র গমনা গমন করিতে পারি এতদ্বিষয়ে ঈশ্বরের কৌশল ও অনুগ্রহ প্রকাশ দেখিয়া আমাদের আশ্চৰ্য্য বোধ করা উচিত বটে, কিন্তু আমাদের গতি অপেক্ষাও পক্ষির গতি আতি আশ্চৰ্য্য । অতএব তাহাদের পক্ষের বিষয় ও কিরূপে তাকাশ মণ্ডলে গমন ও তন্মধ্যে স্থির থাকন এই সমস্ত বিষয় শ্রবণ করিতে আমার বড় বা" হয় । - গুরু। তুমি যে আপন জ্ঞান বৃদ্ধি করিতে প্রয়াস করতেছ এ কথাতে আমি বড় সন্তুষ্ট হইলাম . কিন্তু তুমি প্রয়োবিক হইলে তাহ সুন্দরন্ধপ বুঝিতে পারিব। এ কথা পূৰ্ব্বে ○5tমাকে এক বার কহিয়াছি । শিষ্য। হা, ইহা ইষ্টতে পারে, যাহা হউক সন্নতি অনুগ্রহ করিয়া আমাকে আর কিছু বলুন । wది গুরু ; পক্ষির রবেতে তোমার বড় সন্তোস জন্মে এ কথা তুমি পূৰ্ব্বে কহিলা। কিন্তু এমত ক্ষুদ্র জন্তুর কোমল কণ্ঠহইতে যে নানা প্রকার মধুরধ্বনি নির্ণত হয়, ইহাতে কি তোমার আশ্চৰ্য্য বোধ হয় না ? দেখা, এমত বৃহৎ জন্তু যে মাড় সে কেৱল ঘোরতর গভীর নাদ করে । তম্ভিম পকির বিষযে আর ও এই এক কথা বক্তব্য অাছে, যে তাহারণ বনের মধ্য দিয়া উড়ডীয়মান হইলেও তাহদের কোন ক্ষতি হয় না। কারণ তাহাদের নয়নে মনুষ্য চক্ষুর অগোচর এমত অলিরণ চৰ্ম্ম থাকাতে তাহারণ তাহাদের দৃষ্টির ব্যাঘাত জন্মে না। তাহদের দূর দশনদ্বার তাহার প্রমাণ হইতেছে। আর তাহদের কর্ণ কেবল ছিদ্রমাত্র হইলেও লোমেতে আচ্ছন্ন প্রযুক্ত উড়িবার কালে বায়ুম্বারা শুৱণের বিঘু জন্মে না । . . . শিষ্য। ভাল মহাশয়, যাহাম্বারা খাদ্যদ্রব্য চৰ্ব্বৰ্ণ করা যায় এমত দন্ত পক্ষিদিগের দেখি নাই।