পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዝፀኗ) চতুর্থ বর্গস্থিত মৎস্যের উদরন্থ কানুক ৰক্ষস্থ কানুকার পশ্চণভাগে থাকে, যেমন মৃগেল ও বাট প্রভৃতি । এই চারি বর্গ ভিন্ন য়ে দুই বর্গ থাকিল তাহদের শরীরে অস্থির পরিবর্ক্সে উপস্থি থাকে। এই দুইয়ের প্রথম বর্ণের মধ্যে চোষক মৎস্য, শেষ বর্গের মধ্যে হাঙ্গর প্রভৃতি জানিব। শিষ্য । মৎস্য বর্গের নিৰ্ম্মণবিষয়ে কিছু অসাধারণ কথা তাণছে কি না ? * . গুরু। হী, আছে, উড়িবার নিমিত্তে পক্ষিগণের যেমন উপযুক্ত নিৰ্ম্মাণ হইয়াছে তদ্রুপ মৎস্যেরাও হইয়াছে ; কেননা পক্ষিগণ যেমন আকাশমণ্ডলে উড়িবে, মৎস্যগণও তদ্রুপ জলের মধ্যে ড্রমণ করিবে, এই জন্যে উন্ধুে ও নীচে গতি করণী:থ তাহাদের বিশেষরূপ সৃষ্টি হইল। দেশ, অগ্রভাগ স্মারমু করিয়া পুচ্ছদেশপৰ্য্যন্ত ক্ৰমে সূক্ষ্ম ও নিৰ্ম্মল দীর্ঘাকার শরীরস্থইলে জলের মধ্যে গমনাগমন করিতে ভাল হয় ; এই জন্যে মৎস্যগণের তাদৃশ শরীর হইয়াছে। pfl: BBB S BBBBBB BBBB BBBB BBBBS B BBBBS BBHB প্রশ্বাস ত্যাগ করে ? গুরু। তাহারণ মনুষ্যের মত নয় মলের মধ্যে যে বায়ু আছে সেই বায়ু তাহাদের মুখ দিয়া প্রৰিষ্ট হইয়। কলসাম্বারা ৰছি নিৰ্গত হয় এই প্রযুক্ত তাহার কাচে । শিষ্য । মৎষ্যের কি ইন্দুিয় আছে ? - গুরু ! ই তাহাদের নাসিক দেথিয়া বোধ হয় যে ফ্ৰাণেন্দ্রিয় আছে ; কিন্তু মনুষ্যের অপেক্ষ তাহাদের প্লশ্বোস্ট্রয় কিঞ্চিৎ প্রবল ; যেহেতুক বায়ুগত শীতত্ব ও উষ্ণত্বগুণ তাহদের শাস্তু ৰোধ । হয়। আর জলের মধ্যে যেন তাহাদের দৃষ্টির ব্যাঘাত না জন্মে কারণ বিশেষ করিয়া তাহাদের চক্ষুর নিৰ্ম্মাণ আশ্চর্য রূপে শিষ্য। মৎস্যগণের অণমিষেতে কি উপকার }