পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

129 গুরু। কেহ ২ অনুমান করে, যে মাকড়সা উড়িতে পারে তাঙ্গাতেই ঐ কৰ্ম্ম সমন্ন হয়। এব- কেহ ২ বলে মাকড়সা প্রথমে এক বৃক্ষের শাখার অগ্ৰে কিম্বা এক গৃহের প্রান্তে আপন সূত্র যোগ করে; পশ্চাৎ মুখহইতে আরও অধিক সূত্র বাহির করিলে ঐ সূত্র বুলিতে ই যখন সেই দিগহইতে বায়ু বহে তৎকালে উড়িয়া অন্য বৃক্ষ কি অন্য গৃহে লাগিলে আঠার দ্বারা বন্ধ হয়। এমন হইলে মাকড়সা সেই স্থানে থাকিয় ঐ সূত্র টানিয়া যদি বদ্ধ দেখে তৰে পুলের ন্যায় তাহার উপর দিয়! গঙ্কায়াত করে। আর কখন ২ বায়ুব্যতিরেকেও এক বৃক্ষহইতে অন্য বৃক্ষে সূত্রের যোগ দৃষ্ট হইতেছে। এই নিমিত্তে কেহ ২ অনুমান করে, মাকড়সা প্রথমে এক বৃক্ষাগ্রে সূত্র বন্ধ করিয়া ঐ সূত্র যোগে ক্ষের মূল দিয়া নীচে নামে। পরে অন্য বৃক্ষের শাখাগে উঠয়। সেই সূত্র বদ্ধ করিয়া টান দিয়া সমান করে। y শিষ্য | মাকড়সা কত প্রকার অাছে ? গুরু। একশত ত্রিশ প্রকার মাকড়সা আছে, এ দেশে প্রায় সকল প্রকারই দেখা যাইতেছে । শিষ্য । ইহাদের প্রকার ভেদ কিরূপে জানা যায় ? গুরু। তাহাদের চক্ষুর বিশেমদ্বারা বিশেষ বোধ হয়। শিষ্য। মাকড়সাগণের কত চক্ষু আছে ? গুরু। প্রায় সকল মাকড়সারই অাট চক্ষু থাকে। আর কোন২ মাকড়সা জাতির শরীরে চারিভাগে কোণাকুণি আট চক্ষু থাকে। এবং কোনং জাতির সম্মুখ ভাগে অৰ্দ্ধচন্দ্রকারে তিন ২ রূপে চক্ষু থাকে। এব৯ কোন ২ মাকড়সা জাতির সমুখ ভাগে সরল দুই রেখাতে চারি ২ করিয়। আট চক্ষু থাকে। শিষ্য । এই মাকড়সাগণ কি ভোজন করে ? গুরু। তাহার কীট সমস্তকে আক্রমণ পূৰ্ব্বক ধরিয়া অগ্নে পরাস্ত করিয়া তাহাদিগকে ভক্ষণ করে। এব০ সপের ন্যায় বৎসরে ২ থোলোষ ত্যাগ করে। অর্থাৎ নিভৃতস্থানে তাহারণ কোন একটা অবলম্বন করিয়া ঝুলিতে ২ খোলোষহইতে বহির্গত