পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

147 সেই স্থলে যদি বায়ুযোগে কোন ২ বীজ উড়িয় পড়ে, তৰে সেখানেও রোপিত হইয়া বৃদ্ধি পায়। শিষ্য। ভাল মহাশয়, পক্ক ফল কি প্রকারে চিনা যায় ? গুরু । ফলের বিশেষ বর্ণ ও বোটার মানত এল৭ অল্পপ্পর্শে বৃক্ষহইতে পতন ইত্যাদি লক্ষণস্থার ফলের পক্কত নির্ণয় হয়। এখন যদি তাহ দেখিতে বাস্থ কর তৰে চল আমরা পুয়েদ্যানে যাই । তাহাতে কেমন সুন্দর ও কেমন আশ্চর্য ২ নানা বর্ণ ও নয়নের কেমন আনন্দজনক ও স্থাণের কেমন স্কৃপ্তিজনক পুঙ্গাদি অাছে তাহ ঐ উদ্যানদর্শনেই জানিতে পাষ্টব। শিস্য। ভাল মহাশয়, পূপের কোন অসয়ল বিবেচনার যোগ্য হয ইহা আমি জিজ্ঞাসা করিতে বাঞ্ছা করি ? গুরু। পূপের প্রসৰবন্ধন ও দল ও কেশর ও গৰ্ত্তকেশর ও বীজ ও বীজকোষ ও কোষাধার এক্ট সাপ্ত মালয়ৰ বিবেচনায় যোগ্য হয় । শিষ্য। পূঙ্গ মাত্রের কি প্রসৰবন্ধন আছে ? গুরু। সকল পুঙ্গের নাই কিন্তু অনেক পুক্ষেপতে প্রসরবন্ধন থাকে। বিশেষতঃ কোন ২ পক্ষেপতে বীজ পাক পয্যন্ত থাকে, ও কতক পুঙ্গের বা প্রফুল্লতার পূৰ্ব্বে খসিয়া পড়ে, ও কতক পুষ্ণেতে প্রসববন্ধন হয় মা, যথী রজনীগন্ধাদি । শিষ্য। মহাশয়, পুঙ্গের দল কাহাকে বলে ? গুরু। যাহ। সমুদয়েতে পুণ হয় সেই প্রত্যেক পাপীকে দল বলা যায় । শিষ্য। কেশৱ কাহাকে বলে ? গুরু। দলের মধ্যদেশে চতুদিগে যাহাতে পুষ্পরেণু থাকে এমন যে সূত্রের ন্যায় বস্তু তাহাকে কেশর বলা যায়। শিষ্য । গম্ভকেশর কাহাকে বলে ? শুরু। পুঙ্গের মূল অবধি যাহা কেশরের মধ্যভাগে থাকে সেই গৰ্ত্তকেশর জানিব । wo শিষ্য। গৰুকেশর কি সকল পুলের মধ্যভাগে থাকে ।