পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

149 গুরু । ই প্রায়ই থাকে, তৰে কোন ২ সময়ে কোন পূফেতে কেশর থাকে,ও কোন ২ সময়ে কোন পুধেপ বা গন্তকেশর থাকে, কিন্তু বায়ু কি কীট কি পক্ষী কি অন্য কিছুদ্ধাৱা অন্য কেশরহইতে পরাগ উড়িয়া গন্তকেশরে না লাগিলে সে পূপেহক্টতে ফল হয় না । শিষ্য। কেশর ও গম্ভকেশর বিষয়ে আর কিছু কথা আছে কি না? গুরু হৰ্ণ অাছে, কেশরের দুষ্ট অণশ এক মৃণালী অপর পরাগ; এরণ গন্তকেশরের তিন ভাগ প্রথম উকুভাগ, যাহাকে মণি বলা যায় ; দ্বিতীয় ঐ মণির নীচে লীক্তকোস পর্যন্ত এক মৃণালী, তৃতীয় বীজাধার মঞ্জরী থাকে। শিষ্য। ইহাদের দ্বারা কিপ্রকারে বীজ্ঞ জন্মে ? গুরু। যে সময়ে পুস্কপ বিকলিত হয় তৎকালে কেশর সকল ফাটিয়া যায়, তাহাতে গন্তুকেশরে তাহার পরাগ পড়িলে তাহাহক্টতে বীজ জন্মে। শিষ্য। বীজকোষ ও কোসাধার কাছাকে বলে ; গুরু। যে স্থলে বীজ থাকে তাহাকে বীজকোষ পল। যায় ; এবশ পুয়ের সহিত ঐ বীজকোষ যাহাতে থাকে তাহাকে কোমাধার বলা যায় । শিষ্য। ভাল মহাশয়, পুয়ের কিং গুণ আমাদের বিবেচনার যোগ্য আছে তাহ জিজ্ঞাসা করিতে ইচ্ছা করি ? গুরু। সুন্দর বর্ণেতে ও আকার বিশেষে ও সৌরভে পূক্ষপ অতি জ্ঞাতব্য। তাহ কেবল ভূষণের নিমিত্তে এমন নয় কোন ২ পুথপ অতি প্রয়োজনাহও বটে। আর এমত শ্যামবর্ণ বৃক্ষহইতে এত সৌরভযুক্ত পুস্তু জন্মে, এৰণ এমত কদৰ্য মুলহইতে এত বিচিত্র পুঙ্গ জন্মে ইহাতে বড় আশ্চর্য বোধ হয় ? শিষ্য। পূপের আঘ্রাণ বিষয়ে আপনি কি বলেন? গুরু। পুষ্পের মধ্যে বাপময় রস আছে সেই রল ক্ষুদ্রং পুপরুদু ও পত্রহইতে নিৰ্গত হয়, তাছাতে উৎপন্ন যে সৌরভ তাহ। আমরা আস্থাণ করি। -