পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

161 গুরু। ক্ষেত্রেতে বাযুদ্বারা যেন শস্য কণগু ভাঙ্গিয় না পড়ে এই জন্যে তাহার গ্রন্থি ও ফলের আবশ্যকতা ! - শিষ্য। শস্যের কাণ্ড উত্তরোত্তর নমনযোগ্য ও শরু হয় কেন ? . গুরু । এমত ন হইলে পক্ষিগণ তাহার উপরে সলিয়া পঙ্কু অপক্ক ফল সকল ভক্ষণ করি । , শিষ্য ৷ ভীল মহাশয়, শীতকালে শস্যের চার; কি প্রক রে রক্ষণ পায় ? গুরু । শীতকালে তাহার চারিপাশে ঘাসের ন্যায় অনেক ২ পত্র থাকে। গ্রীষ্মকালে সেই সমস্ত পত্র শ্বস্তু হউয়। পড়ে । তাহাতে ক্রমে ২ শস্য কাণ্ড বাড়িয় উঠে ও সমৃণ হয় । শিম্য | শস্যের ফল কি প্রকারে রক্ষ! গণয় ? গুরু । কঠিন ত্বকৃম্বারা । ফলতঃ সূয্যের তাপে যেন পঙ্ক ফল দগ্ধ ও নষ্ট না হয়, এবং বৃষ্টি ও কুজুটিকাতে ন পচে, এবং শস্যকাটন সময়ে কৃষকের বাটীতে আনিয়া রাশি করিলে যেন নির্গত হইয় মৃত্তিকাতে ল পড়ে, ও ন; হারায় এই নিমিত্ত্বে কটিন ত্বকের ভিতরে সুরক্ষিত আছে । শিষ্য। কি প্রকারে শস্যের ফল বুদ্ধি পায় ও পঙ্ক হয় ? গুরু । বৃষ্টি ও কুছুটিকাদ্বারা পুষ্ট হইলে সূৰ্য্যর স্বাপেক্তে ক্ৰমে ২ শুষ্ক হইয়। সুপক্ক হয় । যদি ছিন্ন হষ্টয়া কিছু দিন ক্ষেত্রে দাড়াইয় থাকে তবে বিশেষ পর্যু হয় । শিষ্য । শস্য কত জন্মে ? গুরু । অতি বিস্তুরও জন্মে না এই অতি সল্পও জন্মে না। ফলতঃ লোকের অল্প মূল্যে অধিক পাইতে পারে এমনও নয়, এব০ অভাবে বারবার দুভিক্ষ জন্মে এমতও নহে। যে সময়ে এক দেশে দুর্ভিক্ষ্য হয় তৎকালে অন্য দেশহইতে ভক্ষ্য মিলিতে পারে, ইহাতে পরমেশ্বরের কেমন অনুগ্রহ প্রকাশ হয় : . - - - শিষ্য ; প্রত্যেক কাণ্ডে কত ফল জন্মে ? :