পাতা:পদার্থবিদ্যাসার.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

T3 কালে অল্প ক্ষণ সূৰ্য্যপ্রকাশ থাকে একারণ উত্তাপের অল্পত হওয়াতে সুতরা^ অধিক শীত হয়। শিষ্য। গ্রীষ্মকাল অপেক্ষ। শীতকালে পৃথিবী সূর্যের কত নিকটস্থ হয় ? গুরু । আষাঢ় মাস অপেক্ষ আগ্রহণয়ণ মাসে বিশলক্ষ সান্ড শত চেয়ান্ন হাজার ক্রেশশ নিকটস্থ হয় ; .. শিষ্য। আলোক ব্যতিরিক্ত সূর্যস্থলীতে আমাদের আর কোন উপসার আগস্ট্রে কি না ? গুরু। ই আছে দেথ রৌদ্রদ্বার। সমস্ত বৃক্ষাদি বৃদ্ধি পাইতেছে এবণ সঙ্গ প্রাণির শরীর পুষ্ট হইতেছে। তম্ভিন্ন সমুমুহইতে বাস্ত্র উঠিয়া সেই বায়ুস্থায় বৃষ্টি হইতেছে। শিষ্য । অণলোকের স্বভাব ও গুণ কি ? গুরু। সূৰ্য্য করণের নাম আলোক সে অতি শীঘ্ৰ আকাশে ব্যাপ্ত হইয় অতিসূক্ষ্ম ও অতি ঠাকুভাবে নিৰ্ম্মল সস্তুদ্বারা নিৰ্গত হউয় সৰ্ব্ব জগতে ৰাপিয়! সখি ! শিষ্য । সূৰ্য্যহইতে তেজোনিগত হইয়। কতক্ষণে এই পৃথিবীতে উদয় পায় । - গুরু। প্রায় অৰ্দ্ধ দণ্ডের মধ্যে আগষ্টসে । এক নিমিষে দুইলক্ষ ক্রোশ গমন করিতে পারে এন৭ ষাটি নিমিষে দ্বাদশ নিযুত ক্রোশ চলে । ", শিষ্য। সূৰ্য্যকিরণে যে অগ্নির অংশ আছে তাহ আমরা কি প্রকারে জানিতে পারি ? : •. গুরু। প্রত্যক্ষ দেখ না কেন, সূৰ্য্যকিরণে যদি আতুসী প্রস্তর ধরা যায় তবে তাহহেক্টতে সাক্ষাৎ অগ্নির কৰ্ম্ম দৃষ্ট হয়। শিষ্য। তেজোবিষয়ে আর কিছু কথা আছে কি না? গুরু। হা আছে, তাহাদ্বার। নীল পীতাদি সৰ্ব্ব বর্ণের প্রভেদ জ্ঞান হয় | - শিষ্য। ভাল মহাশয়, প্রাতঃ ও সায়-কালে সূৰ্য কিরণের বিশেষ অাছে কি না ?