পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33 গুরু । আট শত ষোল গুণে লঘু। ." * . . শিষ্য। প্রত্যেক মনুষ্যশরীরে স্থিরবায়ুর কত ভার অাছে? গুরু। প্রত্যেক শরীরে বেয়াল্লিশ মোন করিয়া ভার অাছে। শিষ্য। সে কি এতে ভার! তবে আমাদের বোধ হয় না কেন ? গুরু। তাহার কারণ এক্ট, শরীরের তাম্বরে ও বাহিরে থাকে যে দুই স্থিরবায়ু তাহদের পরল্পর ছটকান আছে, এই জন্যে বড় ভার বোধ হয় ল' | শিষ্য। সমস্ত স্থিরবায়ুর কত ভার? - গুরু । ৫৭৬১ ১০৫৭৮৭ ১০০৮৮৬৫৪৪সের পরিমিত তার অাছে । শিষ্য ! বণতাস কাহাকে ৰ’ল। সাষ ? গুরু। যে সময়ে স্থিরবায়ু গমনাগমন করে তৎকালে তাহণকে বাতাস বলা যায়। শিষ্য। স্থিরদায়ু গমনাগমন করে কেন? গুরু। স্থিরবায়ুর মধ্যে শীত ও গ্রীষ্ণু থাকতে তাহার গতি হয়। শীতদ্বার। সূক্ষ্ম রুণে ও গ্রীষ্ণুদ্বার বিস্তারিত রূপে গতি হয় । কিন্তু কি রূপে বিশেষ ং বাতাস হয়, তাহ হঠাৎ কেহ বলিতে পারে না। বিজ্ঞং লোকের বলেন, যে সময়ে গ্রীযুদ্ধার স্থিরবায়ু তীক্ষ্ণ হয় তৎকালে স্থির বায়ু অতীক্ষ্ণ অংশ সেই তীক্ষাপশের মধ্যে ৰেগে প্রবেশ করাতে বিশেষ ২ পায়ু জন্মে। শিষ্য। বিশেষ বায়ুর কি বিশেস ২ নাম আছে ? গুরু। হী, যে দিক্‌হইতে যখন বাতাস আইসে, তখন সেই দিকেয় নামেতে তাহার নাম হয় । যথা উদ্ভলে বাতাস ও দক্ষিণে বাতাস ইত্যাদি বলে । শিষ্য। • আমি কি প্রকারে এই সকল দিক্ নিরূপণ করিতে পারিব ? আপনি অনুগ্রহ করিয়া তাহার সঙ্কেত বলুন। গুরু। তৱে স্তন, প্রাতঃকালে সূৰ্য্যসম্মুখ করিয়া দাড়াইলে সম্মুখ ভাগে পূৰ্ব্ব দিক ও পশ্চাদভাগে পশ্চিম দিক এৰণ দক্ষিণ ভাগে দক্ষিণ দিক্‌ ও বাম ভাগে উত্তর দিক্‌ হয়। আর