পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. 39 ছায়া করিয়া পৃথিবী যেন বিদীর্ণ না হয় এই জনে পৃথিবীর উত্তাপ দূর করে। তাহ কেবল নয়, বৃষ্টিদ্বারাও অনেক উপকার করে । - - শিস্য। বামুহইতে লোকের হানি আছে কি না ? গুরু । হণ, সময় বিশেষে হানিও হঠতে পারে, কেননা তাহ। দ্বারা ভূমিকম্ন হয়, প্রায় অনেকেই এমন অনুমান করে ; কারণ এই যে পৃথিবীর মধ্যে সোরণ ও গন্ধকের বাসু থাকাতে তন্মধ্যে সমুলিঙ্গ প্রবিষ্ট হইলে যে সময় বেগেতে গমন করে তৎকালে ভূমিকম্ন হয় তম্ভিন্ন পৃথিবীর অন্তরস্থ বায়ু কিম্বা বায়ু বস্তারিত হইলে ও ভূমিকম্ন হয় । শিষ্য । মেঘ কত দূর পর্যন্ত উন্ধুে উঠিতে পারে ? গুরু। পৃথিবীহইতে অৰ্দ্ধক্রোশ অবধি দুই ক্রোশ পর্যন্ত উদ্ধ গমন করিতে পারে । 성 BBB S BBBB BBB B BB BBBB BB g BBBB BBB হয় তাহার কারণ কি ? t গুরু। সূৰ্য্যাকরণস্বারা মেসের নানা বর্ণ হয় । তাহাতে যে মেঘ যেমন নিবিড় ও যেমন সূর্যের নিকটস্থ তাছার তদ্রুপ স্থিত শেম ২ বর্ণ হয়। এলন বায়ুদ্বারা যেমন চালিত হয় তেমন আকার ও দশন হয় | יו 掌 শিষ্য। আকাশ যে সৰ্ব্ব সময়েই নীল বর্ণ দৃষ্ট হয় ইহার হেতু কি? গুরু। কারণ বায়ের মধ্যে বায়ু থাকাতে সৰ্ব্ব বর্নংষ্টতে সূৰ্য্য কিরণে নীলিমাই প্রকাশ পায় । শিষ্য। বৃষ্টি হয় কেন ? ' গুরু। যে সময়ে বায়ুসমূহ বায়েতে এমত পরিপূর্ণ হয় যে তন্মধ্যে আর কিছু ধরে না, তৎকালে ঐ সকল বায়ু একত্র হইয়। স্বকীয় ভারেতে কণিকা রূপে পতিত হইলে তাহাকে সৃষ্টি বল। যায় । এখন কণিকা রূপে বৃষ্টি বর্ষর্ণ হওয়াতে দেখদেখি ঈশ্বরের কেমন বিজ্ঞতা প্রকাশ ! কেননা যদ্যপি মুষলধারে

3.