পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

67 fশষ্য। নয়নের জল কিরূপে উৎপন্ন হয় ? গুরু। চক্ষু যেন সৰ্ব্বদা কোমল ও নিৰ্ম্মল থাকে এইনিমিত্ত্বে গ্রন্থিস্বারা চক্ষুতে সৰ্ব্বদ জলসঞ্চিত হয়, যে জল চক্ষুর উপযোগি নয় সে জল নাসিকাস্থির এক ছিদ্রদ্বারা নালিকাতে পুৰেশ করিলে নাসার মধ্যে বিস্তৃত হয় ; পরে নিশ্বাস পুশ্বাস ও উত্তাপম্বারা শুস্থ হইয়া যায়। শিম)। ভাল মহাশয়, কর্ণ ও কি এমত আশ্চর্য নিৰ্ম্মিত? গুরু । হ’, তাহারও নিৰ্ম্মাণ বড় আশ্চৰ্য্য । সে সমস্ত তুমি রয়োধিক হইলে জানিতে পারিব। কিন্তু এইক্ষণে তোমার যাহ পুযোজন তাহ। আমি কহি। কৰ্ণ চৰ্ম্মম্বার। এমত কঠিন রূপে নিৰ্ম্মিত আছে যে সৰ্ব্বদা থাড় থাকিয়া শব্দ গ্রহণ করে, তাহার ছিদ্রদ্ধার মন্তকের মধ্যে শব্দ পুরেশ করে। শিম্য। পরল্পর কথোপকথন সময়ে আমরা কি প্রকারে আতিশীঘ্ন তাহ শুনিতে পাই ? গুরু । আমরা যেন সকল কথ। অতিশাস্তু শুনিতে পাই একারণ পরমেশ্বর অনুগ্রহ করিয়া শব্দের এমত শীঘ্ৰগতি করিয়াছেন যে বন্দুকের গুলি অপেক্ষাও শব্দ দ্বিগুণ শীঘ্ৰ চলে ; শিষ্য। এ বড় আশ্চৰ্য্য কিন্তু স্ত্রাণের বিষয় মহাশয় পূৰ্ব্বে কিছু কহিলেন না তাহণ নিতে তামার বড় বঞ্চি । গুরু। আমরা যেন ভোজনের পূৰ্ব্বে গন্ধদ্বার সুস্বাদু ও বিম্বাদু দ্রব্য বুঝিতে পারি এই হিতের নিমিত্তে জ্ঞানৱান সৃষ্টিকর্তা আমাদের মুখের উপরি ভাগে নাসিক স্থাপন করিয়াছেন। আর ঐ নালিকার ছিদ্র অতি কৌশলে নিৰ্মাণ কুরিয়াছেন। কেননা অতিশীঘ্ৰ যেন গন্ধ গ্রহণ হয় এৰ মস্তকের সমস্ত শ্লেষ্মা যেন ঐ ছিদ্র পথে নির্গত হয়, এতনিমিত্তে তাহার, অধোভাগ পুশম্ভ করিয়া নিৰ্ম্মাণ করিয়াছেন। আর ভোজন সময়ে যখন আমরা বায়ুনির্গত করিতে ন পারি তৎকালে ঐ ছিদ্বুদ্বারা নিশ্বাস ত্যাগ কৱি ৷ : • {}