পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઝ . পদার্থ বিদ্যা । ध्निरद। अच्७र चौका खप्डि रहेत्व ८न, उरु বেগের পরিমাণ দেখিয়া বলের পরিমাণ বলিতে পারা যায় না। আবার সামগ্রীর পরিমাণ যদি সমান হয়, তাহ। হইলে যত অধিক বল প্রয়োগ করা যায়, উৎপন্ন বেগের পরিমাণু তত অধিক হইয় থাকে। ষে বল দ্বারা কোন দ্রব্যকে ১ সেকেণ্ডে ১ ফুট চালাইতে পারা যায়, তাছার দ্বিগুণ, ত্রিগুণ, চতুগু৭ ... ... পরিমিত বল প্রয়োগ করিলে সেই দ্রব্যকে ১ সেকেণ্ডে যথাক্রমে ২ ফুট ৩ ফুট ও ৪ ফুট চালাইতে পারা যায়, ইত্যাদি। অতএব প্রতীয়মান হইতেছে, সামগ্ৰী সমান হইলে প্রযুক্ত বলের তারতম্যানুসারে বেগের তারতম্য হয় । যদিও উৎপাদিত বেগ কি পরিচালিত সামঞ্জীর পরিমাণ দেখিয়া প্রযুক্ত বলের মান অবধারণ করিতে পার যায় না বটে, পরস্তু বেগ ও সামগ্রীর গুণফল দেখিয়া প্রযুক্ত বলের পরিমাণ বৰা যাইতে পারে। চালিত দ্রব্য সকলের স্ব স্ব বেগ ও সামগ্রীর গুণফলের যে অনুপাত, তাহাদিগের পরিচালক বলসমূহেরও সেই অনুপাত। ১ সের সামগ্রী সম্পন্ন বস্তু যদি ১ সেকেণ্ডে ৫ ফুট মাত্র চলে, আর ৫ সের সামগ্ৰী সম্পন্ন বস্তু যদি ১ সেকেণ্ডে ১ ফুট চলে, তাহ হইলে উভুয়ের পরিচালক বল সমান, কেননা ১ × ৫ = ৫ × ১ । আবার ১ সের সামগ্ৰী ১ সেকেণ্ডে যদি • ফুট চলে, আর ৫ সের সামগ্ৰী যদি সেই সময়ে ১ ফুট চলে ; তাহ হইলে সেই স্থলে ১ সেয়ের পরিচালক বল ৫ সেরের পরিচালক" বলের দ্বিগুণ। ; kक्ननां • x >• =२ ( * x e) !* *