পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| পদার্থবিদ্যা • לל ੇਸ਼ বায়বীয় দ্রব্যের পরমাণু সকল বিরল বিনিবেশ বশতঃ সহজেই সঞ্চালিত হইয়া থাকে। কঠিন পদার্থ সকল এক এক প্রকার নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট ; কিন্তু তরল ও বায়বীয় পদার্থের কোন নিদিষ্ট আকৃতি নাই, তাহাদিগকে যেরূপ পাত্রে রাখা যায়, তাহারা সেই রূপ আকৃতি প্রাপ্ত হয় । ৮৪ । তারল্য। কঠিন ও তরল দ্রব্যের প্রভেদ। কঠিন দ্রব্যের কণ। সকল সহজে সঞ্চালিত হয় না । স্বর্ণ, রৌপ্য, তাম্র, লেীগ, প্রস্তর, ইষ্টক প্রভৃতি কঠিন দ্রব্যের এক দিকের কণা সকলকে অন্ত দিকে লইয়। যাইতে পারা যায় না, কিন্তু জলাদি দ্রবদ্রব্যের অণু সকল অল্প বল প্রয়োগেই সঞ্চালিত কয়, এবং তাঙ্গাদিগের এক দিকের কণা সকলকে অনায়াসেষ্ট অপর দিকে লইয়া যাইতে পারা যায় । যে গুণ বশতঃ জলাদি দ্রব দ্রব্যের অণু সকল সহজেই সঞ্চালিত ও প্রবাহিত হয়, “ তাহাকে তারল্য কতে । এই গুণ থাকাতেই জলাদিকে তরল পদার্থ বলা যায়। দ্রব দ্রব্য মাত্রেই এই গুণ দৃষ্ট হয়, কিন্তু সকল দ্রব দ্রব্যে সমান *ब्रिभाr१ छूटे इब म । क्रेश्वञ्च नाभरू जुद झबा नाडिनब्र তরল। স্থত, মধু, গুড় প্রভৃতি দ্রব্যের তারল্য গুণ অতি অন্ন, এমন কি সময়ে সময়ে তাহারা কঠিন ভাব ধারণ করে। , ৮৫ ৷ তরল ও বায়বীয় দ্রব্যের প্রভেদ । তরল দ্রব্যের পরমাণু সকল যেরূপ সহজেই সঞ্চালিত হয়, ৰাৱীং দ্রব্যের অণু সকল ও সেইরূপ অল্প বল প্রয়োগেই সঞ্চালিতৃ হয়। কিন্তু বায়বীয় দ্রব্য সকল সহবশতঃ যেরূপ