পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఢఆ^* వౌ تتيه "أمنية بيت كتلة প্রথম অধ্যায়। প্রথম পরিচ্ছেদ । পদার্থ ও জড়পদার্থ। ১ । পদার্থ। পদার্থ শবো পদের অর্থ। পদের অর্থদ্বারা যাহা উপলব্ধি হয় তাহাকেই পদার্থ বলা যাইতে পারে। দ্রব্য, গুণ,কৰ্ম্ম প্রভৃতি সকলই পদের অর্থের দ্বারা প্রকাশিত হইতে পারে, সুতরাং ইহার। সকলেই পদার্থ শুদ্ধ বস্তু বা দ্রব্য অর্থেও পদার্থ শব্দের ব্যবহার দৃষ্ট হয়, এই অর্থে পদার্থ দ্বিবিধ—চেতন ও অচেতন । যে পদার্থের চৈতন্ত আছে তাঙ্গাকে চেতন আর যাহার চৈতন্ত নাই তাহাকে অচেগুন পদার্থ বলা যায়। একমাত্র পরমাত্মাই শুদ্ধ চৈতন্তস্বরূপ। জীৰগণের আত্মা চৈতন্যময় বটে। কিন্তু উহারা জড়ময় দেহধারী, সুউরাং উহার। জডুচিৎ এই উভয় ভাবাপন্ন। আর মৃত্তিকা, প্রস্তর প্রভৃতি যে সকল বস্তু একেবারে চৈতন্য শূন্ত তাহাদিগকে অচেতন বা জড় পদার্থ বলা যায়।