পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& পদার্থ বিদ্যা । ২ । জড়পদার্থ। চক্ষু, রসন, নাসিকা, ত্বক ও কর্ণ এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ প্রভৃতি যে সকল প্রত্যক্ষ জ্ঞান হয় সেই সকল প্রত্যক্ষ জ্ঞানের কারণ স্বরূপ চৈতন্তশূন্য পদার্থের নাম জড় পদার্থ। মূল পদার্থ, মিশ্র পদার্থ ও যৌগিক পদার্থ ভেদে জড় পদার্থ ত্ৰিবিধ । w ৩। মূল পদার্থ। রসায়নবেত্তাদিগের মতে যে জড় পদার্থকে বিশ্লিষ্ট করিলে দুই কিম্ব ততোহধিক অন্তবিধ জড় পদার্থ পাওয়া যায় না, তাহাই মূল জড় পদার্থ। মূল জড় পদার্থ না বলিয়া সংক্ষেপে মুল পদার্থ বলা যায় । কেননা জড় পদার্থ ভিন্ন অন্ত পদার্থ, আমাদের এই পদার্থ বিদ্যার বিষয় নহে । ক্ষিতি, অপ ও বায়ু রাসায়নিকদিগের মতে মূল পদার্থ নহে কেনন। এই সকল দ্রব্য হইতে অন্তবিধ পদার্থ বাহির করিতে পারা যায়। ইয়ুরোপ খণ্ড নিবাসী অধুনাতন জড়বিজ্ঞানবিং পণ্ডিতগণ তেজাকে স্বতন্ত্র জড় পদাৰ্থ বলিয়া স্বীকার করেন না। অার আকাশ নামক এক প্রকার সুহ্ম পদার্থের অস্তিত্ব স্বীকার করেন বটে, কিন্তু উহা যে কি তাহ। তাহার। নিরূপণ করিতে পারেন নাই। উহাকে আলোকের সমবারী কারণ বলিয়া বিশ্বাস করেন। ব্যোম শব্দে এই স্বল্প আকাশ পদার্থ বুঝায় ; উহার অর্থ এ স্থলে শূন্ত কিম্বা নভোমণ্ডল নহে। স্বর্ণ, রৌপ্য লেীচ, তাম্র, পারদ, গন্ধক প্রভৃতি দ্রব্যকে রাসায়নিক পণ্ডিতগণ মুল পদার্থ বলেন, কেননা স্বর্ণ হইতে স্বর্ণ, রৌপ্য হইতে রৌপ্য, লৌহ হইতে লেীগ, তাম্র হইতে তাম্র, পারদ হইতে পারদ, ও গন্ধক