পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থ বিদ্যা । ७ চইতে গন্ধক ভিন্ন অন্যবিধ পদার্থ বাহির করিতে পারা যায় না । ফলতঃ যে দ্রব্যকে বিশ্লিষ্ট করিলে বিসদৃশ গুণ বিশিষ্ট দুই কিম্বা তদধিক দ্রব্য প্রাপ্ত হওয়া যায় না, তাহারই নাম মূল পদার্থ। ৪ । যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থ। দুই কিম্ব। ততোহধিক মূল * পদার্থ পরস্পরের সহিত রাসায়নিক ংযোগে সংযুক্ত হইয়। যে ভিন্ন ধৰ্ম্মাক্রান্ত পদার্থ উৎপাদন করে তাহার নাম যৌগিক পদার্থ। মার যে স্থলে দুই কিম্বা তদধিক ভিন্নজাতীয় দ্রব্য পরস্পরের সহিত রাসায়নিক সংযোগে সংযুক্ত না হইয়। পরস্পরের সহিত সংসত্ত বা মিলিত হইয়। থাকে, সে স্থলে তাহাদের মিলনে ষে দ্রব্য উৎপন্ন হয় তাহাকে মিশ্র পদার্থ বলা যায় । মিশ্ৰ-পদার্থে তাছাদের উপাদানভূত পদার্থের অনেক গুণ দৃষ্ট হয়। কিন্তু যৌগিক পদার্থের গুণের সহিত তাহাদের উপাদানভূত মুল পদার্থদিগের গুণের কোন সাদৃশু দৃষ্ট হয় না । জল, যৌগিক পদার্থের উদাহরণ স্থল ; কেননা উহার উপাদান অন্নজনক ও জলজনক বায়ুর রাসায়নিক সংযোগে উহার উৎপত্তি এবং উহার গুণের সহিতু তাহাদের গুণের কোন সাদৃত দেখিতে পাওয়া যায় না। বায়ুরাশি মিশ্র পদার্থ, কেননা বায়ুরাশির প্রধান উপাদান অন্ন জনক ও যবক্ষারজনক বায়ুদ্বয় রাসায়নিক সংযোগে সংযুক্ত না হইয়। কেৱল মিলিত হইয়া আছে এবং বায়ুরাশিতে তাহাদের উভয়ের গুণের একেবারে च्छथ छूठे श्ब ना । ৫ । পরমাণু ও অণু। রসায়নবেত্ত্ব। পণ্ডিতগণ মূল