পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায়। তড়িৎ শক্তি । ১৫৩ । তড়িৎ । সভঘর্ষণ, নিষ্পেষণ, রাসায়নিক আকৰণ, তাপ ও আয়ুস্কর্ষণ বশতঃ কোন কোন জঙ্ক দ্রব্য যে অদ্ভুত শক্তি বিশিষ্ট হইয়। কখন বা অন্তান্ত দ্রব্যকে আকৰণ করে, কখন বা সমুত্তেজিত হইয়া অগ্নিস্ফলিঙ্গ বিক্ষেপ করে, কখন বা প্রভাময় হইয়। চতুর্দিক প্রভাময় করে, কখন ব। রাসায়নিক সংযোগে সংযুক্ত দ্রব্যকে বিযুক্ত ও কখন বা অসংযুক্ত দ্রব্যকে রাসায়নিক সংযোগে সংযুক্ত করে, কখন বা তড়িত্বান মেঘের অন্তরাল হইতে ক্ষণ প্রভা সৌদামিনীরূপে প্রকাশিত হষ্টয়া দিয়ণ্ডল আলোকিত করতঃ দারুণ বজ্রাঘাতে লোক সকলকে ব্যাকুলিত ও কখন কখন কাছাকে ও বা নিহত করে, তাহাকেই আমরা তড়িৎ বলিয়া নির্দেশ করি । ১৫৪ । তড়িৎ প্রভব। সংঘর্ষণ ও রাসায়নিক আকর্ষণ এই দুইটী তড়িৎ উৎপত্তির কারণ সমূহের মধ্যে প্রধান । জড় দ্রব্যের নিষ্পেষণ ও বিদারণ বশতঃ ও তড়িৎ উৎপন্ন হইয়া থাকে। অন্ধকার গৃহে শর্কর পিও ওঁর করিলে একপ্রকার মন্দালোৰু झूठे श्ब्र । स्रककाब्रभञ्च ऋण नश्ञा दिनैौन श्हे८ण त्रञ्च इहेरठ জ্যোক্তি: প্রস্ফরিত হয়। শর্কর পিও ও অভ্র খণ্ড হইতে তড়িৎ বিমুক্ত হয় বলিয়। এইরূপ আলোক প্রস্ফুরণ হইয় ।