পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o পদার্থ বিদ্যা । জড়দ্রব্যের অণু সকল পরস্পর দৃঢ় সম্বদ্ধ থাকে। কঠিন দ্রব্যের অণু সকল নিবিড় সন্নিবেশ নিবন্ধন সহজে বিচ্ছিন্ন হয় না, কিন্তু তরল ও বায়বীয় দ্রব্যের অণু সকল বিরল বিনিবেশ ৰশতঃ সঙ্গজে বিচ্ছিন্ন হষ্টয়া যায় । ইষ্টক কঠিন পদার্থ, ইহার এক দিকের কণা সকলকে অপর দিকে লইয়া যাক্টতে পারা যায় না। কিন্তু জল তরল পদার্থ, একারণ কোন জলপূর্ণ পাত্রের উপরিস্থিত জলকে নিম্নে ও নিম্নস্থ জলকে উপরে এবং এক পাশ্বস্ত জলকে অপব পাশ্বে অনায়াসে লক্ট য়। যাক্টতে পারা যায় । জল হইতে যেরূপ কিয়দংশ অনায়াসে উঠাইয়া লইত্তে পারা যায়, ইষ্টক হইতে কিয়দংশ সেরূপ আনায়াসে উঠাইয়া লইতে পারা যায় না । বায়বীয় অবস্থায় পরমাণু সকলের বিনিবেশ তরলাবস্ত অপেক্ষা ও বিরল ; এই নিমিত্ত বায়বীয় পদার্থের কণা সকল, তরল পদার্থের কণা অপেক্ষা ও সহজে বিচ্ছিন্ন হয় । * কঠিন পদার্থের এক একটা নির্দিষ্ট আকার দৃষ্ট হয়, তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই, যেরূপ পাত্রে রাখা যায় সেই রূপ আকার প্রাপ্ত হয় । তরল দ্রব্য আধার পাত্রের তলভাগে পাশ্বদেশ পর্য্যন্ত বিস্তৃত হইয়। তদনুরূপ আকার প্রাপ্ত হয় এবং উহার উপরিভাগ প্রায় সমতল দেখায় । বায়ুধীয় পদার্থের ও কোন নির্দিষ্ট আকৃতি নাই, কিন্তু আধার পাত্র অপেক্ষা তরল পদার্থের আয়তন অল্প হইলে যেরূপ উহ নীচে পড়িয়া থাকে এবং আয়তন অধিক হইলে যেরূপ উচ্ছলিত চইয়া পড়ে বায়বীয় পদার্থ সেরূপ নচে । বিন্দুমাত্র বায়ুৰীয় বস্তু কোন পাত্রে রাখিলে তাই উহার সমুদয় অংশে ব্যাপ্ত হইয় পড়ে ; অধিক পরিমাণ বায়ুকেও