পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*गार्थ विमT । • శిలిసి কোষাবলী যদি সমধিক প্রবল য়হ তা' ৷ হইলে, বজ্রাঘাতের স্তায় ঐ অাঁধাতেও জীবগণ মৃত্যুমুখে পতিত হয় । - সজঘর্ষণ জ তড়িৎ ও রাসায়নিক সংযোগ জনিত তড়িৎ এই উভয় বিধ তড়িৎ প্রভারে ইস্পাত অয়স্কাস্তের গুণ প্রাপ্ত হয় । কোষাবলী সস্তৃত তড়িম্বক তার সন্নিধানে চুম্বক শলাক ধৃত ছটলে উহ। তাহার সহিত লম্বভাবে অবস্থিত হয়। অতএব স্বীকার করিতে চাইবে তড়িৎ শক্তি প্রবাহের দিক ও অয়স্কর্ষণী শক্তি প্রবাহের দিক পরস্পর লম্বভাবে অবস্থিত। কেহ কেহ বলেন সৌরতাপে ভূগর্ভে একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হইয়। পূৰ্ব্ব পশ্চিমাভিমুখে ধাবিত হয় এবং ঐ তড়িৎ প্রবাহ দ্বার। একটা অয়স্কর্ষক প্রৰাহ সমুৎপন্ন হইয়। উত্তর দক্ষিণাভিমুখে ধাবিত হয় । এই কারণ পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রাস্তে অয়স্কাস্তের ধৰ্ম্ম লক্ষিত হয় । * এক্ষণে দৃষ্ট হইতেছে,তড়িৎ নামক এই অদ্ভুত শক্তি আকর্ষণ ও বিকর্ষণ গুণ সম্পন্ন। এই নিমিত্ত ইগ দ্বার জড় দ্রব্য আকৃষ্ট ও প্রত্যাকৃষ্ট হয় । প্রতিযোগী তড়িৎ দ্বয়ের সম্মিলনে সময়ে । সময়ে তেজঃ ও জ্যোতিঃ প্রকাশ হ ই ক্ষী থাকে ; ইছ। দ্বারা ইস্পাতে অক্রুস্কৰ্ষণী শক্তির-সঞ্চার হয় ; ইহা দ্বার। জড় দ্রব্য সময়ে সময়ে বিদীর্ঘ ও বিভগ্ন হইয়া যায় ; ইহা দ্বার অনেক স্থানে অসংযুক্ত জড় পদার্থ সংযুক্ত ও সংযুক্ত জড়পদার্থে বিযুক্ত হয় এবং ইহা দ্বারা জীবগণ কখন রোগমুক্ত, কখন अाइड ७ कर्थन दो मिश्रङ श्ख्न । এই 'তড়িৎ শক্তি প্রভাবে যে কত আশ্চৰ্য্য কাৰ্য্য সাধিত হইতেছে তাহার সংখ্যা করা দুঃসাধ্য। ইহা দ্বারাই