পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఖరీ: . পদার্থবিদ্যা। তারযোগে মৃদুৱস্থিত জনগণ নিমেষ মধ্যে পরস্পরের সংবাদ প্রাপ্ত হইতে সমর্থ হইয়াছে। ইয়া দ্বারাই স্বৰ্য্য-প্রভা সদৃশ প্রভাসম্পন্ন প্রদীপ সমূহ প্রস্তম্ভ করিবার প্রণালী প্রকাশ করিয়া তিমিরমরিরঞ্জনীতে দিবালোকের ন্যায় উজ্জল আলোক সম্ভোগে সক্ষম হওয়া গিয়াছে এবং ইহা দ্বারাই ইতিমধ্যে জলে জলযান ও লৌহবত্মে লৌহমান পরিচালিত. হইতেছে । কালে যে ইহাদ্বারা আরও কত অপূৰ্ব্ব কাও সকল সাধিত হুইবে তাহ কে বলিতে পারে। বোধ হয় যেন छज्जबिख्ञानবিৎগণের উপাসনায় পরিতুষ্ট হইয় তাহাদিগকে অভীষ্ট বর প্রদানার্থ প্রকৃতি দেবী তড়িষ্ময়ী মূৰ্ত্তি পরিগ্রহ করিয়া র্তাঙ্গাদের সম্মুখে সমুপস্থিত হইয়াছেন । ফলতঃ জড়পদার্থতত্ত্ববেত্তার। তড়িৎ নাম্নী যে শক্তি লাভ করিয়াছেন, বোধ হয়,তাছা হইতেই তাহদের মনোরথ সম্পূর্ণ সফল হইবে। সম্পূর্ণ।