পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ পদার্থ বিদ্য । ১২ । স্থানাবরোধকতা । যে গুণ বশতঃ জড়দ্রব্য সকল স্ব স্ব অধিকৃত স্থানে অন্ত দ্রব্যের অবস্থিতির অবরোধ জন্মায়, তাহার নাম স্থানাবরোধকতা । জড় বস্তু সকল স্থান ব্যাপিয়া অবস্থিতি করে, এই কারণ যে সময়ে কোন স্থানে একটি জড় দ্রব্য থাকে, সেই সময়ে তথায় অন্য একটা জড় দ্রব্য কদাচ থাকিতে পারে না । এই জন্ত কোন জল-পূর্ণ পাত্রে হস্তাদি নিমগ্ন করিলে কিঞ্চিৎ জল উচ্ছলিত হইয় পড়ে, কেননা জল ও হস্তাদি কখন এক সময়ে এক স্থানে থাকিতে পারে না । কোন জল-পূর্ণ পিচকারীর মুখ বদ্ধ করিয়৷ যদি তাহার অর্গলে চাপ দেওয়া যায় তাহা হইলে পিচকারির অ ভ্যন্তরে অর্গলট প্রবিষ্ট হয় না ; কেননা অর্গল ও জল এক সময়ে এক স্থান অধিকার করিয়া থাকিতে পারে না । কোন পাত্রে জল পূরিবার সময়ে তন্মধ্যস্থ বায়ু বহিস্কৃত হইয়া যায়। গাড়ব মুখ দিব৷ যদি তন্মধ্যে জল ঢালা যায়, তাহ হইলে নল দিয়া তাহার অভ্যন্তরস্থ বায়ু বহিস্কৃত হইয়া যায়, নলের উপর ছাত ধরিলেই ইহা অনুভূত হয়। একটী কাচের গেলাস বিপর্য্যস্ত করিয়া যদি জলে নিমজ্জিত্ত করা যায়, তাহ হইলে অভ্যন্তরস্থ বায়ু বহির্গত হইতৃে ন পারিয়। উপরিভাগে সঙ্কুচিত হইয় থাকে । আস্তে আস্তে যদি গেলাসটা জল হইতে উঠান ষায়, তাহা হইলে ঐ বায়ু ক্রমশঃ প্রসারিত হইয়া পূৰ্ব্ব আয়তন প্রাপ্ত হয়, ইহা স্পষ্টই দেখিতে পাওয়া যায় । কাষ্ঠাদিতে । প্রেক বিদ্ধ করিলে, কাষ্ঠাদির পরমাণু ও প্লেকের পরমাণু যে এক সময়ে এক স্থানে থাকে, এমত নহে। কাষ্ঠাদির কতকগুলি কণা ৰাহির হইয়া যায় আর কক্ত ক গুলি পাশ্বদেশস্থ