পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२६ পদার্থ বিদ্যা । श्राcछ । शङब्रां२ छूटे श्रउ८छ, भूéश् ७गघैौ शांनवाiभकच গুণ সাপেক্ষ । যদি জড় পদার্থসকল স্থান ব্যাপিয়া অবস্থিতি না করিত, তাহ হইলে তাছাদের আকৃতি থাকিত না। জডন্দ্রব্য সকল যে স্থান অধিকার করিয়া থাকে সেই স্থানের পরিমাণকে আয়তন এবং ঐ স্থানটীর বহির্ভাগের ভাবকে আকৃতি বলা যায় । আয়তনের পরিমাণ অঙ্ক দ্বারা প্রকাশিত হইতে পারে, কিন্তু আকৃতি অঙ্ক দ্বার। প্রকাশিত হইতে পারে না ; তবে রেখা টানিয়া চিত্র দ্বারা প্রকাশ করা যাইতে পারে। ভিন্ন ভিন্ন আকারের দ্রব্যের আয়তন এক হইতে পারে। যদি একটা দ্রব্যের দৈর্ঘ্য ৫ হাত, বিস্তার ২ হাত ও বেধ ৪ চণত হয় এবং আর একটা দ্রব্যের দৈর্ঘ্য ১০ হাত, বিস্তার ২ হাত ও বেধ ২ হাত হয়, তাহ হইলে তা তাদের উভয়ের আয়তন সমান হইবে, কেননা উভয়েরই আয়তন ৪• ঘন হাত হইবে । কিন্তু উহাদের আকৃতি এক হইবে না, একটা লম্ব ও আর একটা মোটা দেখাইবে। ১৪। জড়ম্ব,—চৈতন্তশৃষ্ঠত্ব ও নিশ্চেষ্টত্ব । অচেতনত্ব ও নিশ্চেষ্টত্ব এই দুইটী গুণ জড়ত্ব শব্দ দ্বার স্বচিত চয় । জড় পদার্থমাত্রই অচেতন ও নিশ্চেষ্ট । যাহার চৈতন্ত নাই তাহাকেই আমরা অচেতন ও জড় পদার্থ বলি। জড় পদার্থ আপন হটতে চলিতে পারে না এবং একবার চালিত হইলে আপন হইতে থামিতেও পারে না। শক্তিসম্পন্ন না হইলে छ७ wलार्थ ग्wiनिङ झग्न म1, श्रृंदव७ «थर्डौ ब्रभांन झग्न । छज्ज পদার্থ রূপ শবের উপর যখন শক্তি নৃত্য করিতে থাকেন, জখনই এই জগৎকার্য্য হইতে থাকে। শুদ্ধ জড় পদার্থ হইতে