পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থবিদ্যা । e Řo সেই সকল অণু স্বারা অধিক স্থান ব্যাপ্ত হয়, এইমাত্র। সুতরাং স্বীকার করিতে হইবে অণুদিগের অন্তরের বৃদ্ধি হয়। কি কঠিন, কি তরল, কি বায়বীয় সকল প্রকার দ্রব্যই সাপ্তর। কঠিন অবস্থায় অণুদিগের মধ্যে যেরূপ অন্তর থাকে তরল অবস্থায় তাহা অপেক্ষা অধিক এবং বায়বীয় অবস্থায় তরল অবস্থা হইতেঁও আরও অধিক অন্তর হয় । বাষ্পীয় ও বায়বীয় অবস্থায় এই অন্তর যে কত অধিক হইতে পারে তাহা বলিতে পারা যায় না। বিন্দুমাত্র বাষ্প কি বায়বীয় পদার্থ যদি কোন পাত্রে প্রবিষ্ট হয় তাহা হইলে কঠিন ও তরল পদার্থের স্তায় বিন্দুমাত্র স্থান অধিকার করিয়া না থাকিয়া সমুদয় পাত্রে ব্যাপ্ত হয়। একপাত্রে ভিন্ন ভিন্ন বায়বীয় পদার্থ রাখিলে উহারা তরল পদার্থের দ্যায় স্ব স্ব গুরুত্ব অনুসারে উপযুপিরি অবস্থিত না হইয়া সমুদায় পাত্রে পরিব্যাপ্ত হয়। উহাদের একের অণুদিগের অন্তর্গত অবকাশস্থলে অন্তের অণু সমূহ প্রবিষ্ট হয়, উহাদের পরমাণুসকল যে স্থানবিরোধক নহে, তাহ নয়। - ১৮। আকুঞ্চনীয়ত্ব ও প্রসারণীয়ত্ব । যে গুণ থাকাতে জড় পদার্থ সকল আকুঞ্চিত হইলে আল্লায়তন হয় তাহার নাম আকুঞ্চনীয়ত্ব, আর যে গুণ থাকাতে তাহার প্রসারিত হইলে অধিকায়তন হয়, তাহার নাম প্রসারণীয়ত্ব। চাপ প্রাপ্ত হইলে ও শীতল হইলে জড় বস্তু সকল সঙ্কুচিত হয় এবং চাপ যত অপস্থত হয় এবং উষ্ণতার যত বৃদ্ধি হয়, ততই তাহার প্রসারিত হয় । সম্প্রসারণ ও সঙ্কোচদের সময় জড় পদার্থের পরমাণু সকলের