পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ পদার্থ বিদ্যা । t বলিয়া স্বীকার করা যায়। কঠোরতার সহিত ঘনত্বের কোন সম্পর্ক নাই। অধিক ঘন কি অধিক ভারী হইলেই ধে অধিক কঠোর হয়, এমত নহে। স্বর্ণ ও প্লাটিনম্ কাচ অপেক্ষ ভারী কিন্তু তাদৃশ কঠোর নহে। ইস্পাত কাঞ্চন অপেক্ষা লঘু, কিন্তু তদপেক্ষ বিলক্ষণ কঠোর। কতকগুলি ধাতুকে ইচ্ছামত কঠোর ও মৃদ্ধ করা যাইতে পারে। ইস্পাতকে অত্যন্ত উত্তপ্ত করিয়া সহসা জলমগ্ন করিলে উহা কাচ অপেক্ষা কঠোর হইয়া উঠে ; কিন্তু ক্রমে ক্রমে শীতল করিলে অপেক্ষাকৃত মৃত্যু হয়। ২২ । ভঙ্গ প্রবণতা । যে গুণ থাকাতে কোম কোন দ্রব্য অল্পাঘাতেই থও খণ্ড হইয়া যায়, তাহার নাম ভঙ্গপ্রবণতা। কঠোর পদার্থ মাত্রই ভঙ্গপ্রবণ ; কাচ যেমন কঠোর তেমনই ভঙ্গপ্রবণ। লোহ, ইস্পাত, পিতল, তাম্র প্রভৃতি বস্তুকে উত্তপ্ত করিয়া সহসা শীতল করিলে অত্যন্ত ভঙ্গপ্রবণ হয়। ২৩। আঘাতৰ্নহত্ব। যে গুণ থাকাতে কতকগুলি কঠিন জড়বস্তু আঘাক্ত প্রাপ্ত হইলে ভগ্ন না হইয়। পাশ্বের দিকে বিস্তৃত হয়, তাহাকে আঘাতসহত্ব বলে। এই গুণ থাকাতেই স্বর্ণাদি ধাতু দ্রব্য পিটিয়া পাত প্রস্তুত করিতে পারা যায়। কঠিন ধাতুদ্রব্য মাত্রই আঘাতসহ, কিন্তু সকল ধাতু সমান আঘাতসহ নহে। সীসক, রাঙ, স্বর্ণ, দস্তা, রৌপ্য, তাম্র, প্লাতিনম, লৌহ ইহারা সকলেই বিলক্ষণ আঘাতসহ, কিন্তু পুৰ্ব্ব পূৰ্ব্বটি অপেক্ষ উত্তর উত্তরটিকে পিটিয়া সহজে পাত প্রভূত করিতে পারা যায়। পরন্তু, স্বর্ণকে পিটির যাদৃশ স্বল্প পাত প্রস্তুত করা যাইতে পারে, আর কোন দ্রব্যকে পিটিয়া তাদৃশ