পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থ বিদ্যা । * * স্বল্প পাত প্রস্তুত করিতে পারা যায় না। পূৰ্ব্বেই উল্লিখিত হইয়াছে, স্বর্ণের পাত এমন পাতলা হইতে পারে যে, তাহার দশ লক্ষ খানি উপযুপিরি রাখিলেও এক ইঞ্চি পুরু হয় না। দ্রব্যের উষ্ণতা অনুসারে আঘাতসহত্ব গুণের তারতম্য হইয়া থাকে, কাচ যে এত ভঙ্গপ্রবণ তাহাও সমধিক উষ্ণ হইলে আঘাতসহ হয়। ৫• • • বা g • • • অংশ পরিমাণে উষ্ণ হইলে, দস্তাও যার পর নাই আঘাতসহ হইয় উঠে। লৌহও অত্যন্ত উত্তপ্ত হইলে এই গুণ প্রাপ্ত হয়। কিন্তু সীসক ও তাম্র যখন শীতল থাকে তখনই তাহাদিগকে পিটিয়া উত্তম পাত প্রস্তুত করা যাইতে পারে। ২৪ । তান্তবতা । যে গুণ থাকাতে কতকগুলি দ্রব্যকে টানিয়া তন্তু অর্থাৎ তার প্রস্তুত করিতে পারা যায়, তাহার নাম তাস্তবতা। আঘাতসহত্ব গুণের সহিত তাস্তবতা গুণের কোন সম্পর্ক নাই । যাহার পাতলা পাত হয়, তাহারই যে সরু তার হয়, এমন নয় । লোঁহের তার যাদৃশ স্বগ্ন হয়, পাত তাদৃশ স্বগ্ন হয় না। রাং ও সীসাকে পিটিয়া উত্তম পাত প্রস্তুত করা যাইতে পারে, কিন্তু তাহাদিগকে টানিয়া তার প্রস্তুত করিতে পারা যায় না। প্লাটনম্, রৌপ্য, তাম্র, স্বর্ণ, দস্ত, রাং, সীসক ইহাদিগের মধ্যে পূৰ্ব্ববর্তী গুলি অপেক্ষ পরবর্তী গুলিতে এই গুণ ক্রমশঃ অল্প পরিমাণে লক্ষিত হয়। বস্তুতঃ প্লাটিনম্ অর্থাৎ সিতকাঞ্চন নামক ধাতুর তাস্তবতা গুণ সৰ্ব্বাপেক্ষা অধিক। কেহ কেহ ইহার এরূপ সুক্ষ্ম তার প্রস্তুত করিয়াছেন, যে তাহার ব্যাস .এক ইঞ্চির একলক্ষ ভাগের তিন ভাগ মাত্র।