পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* - পদার্থ বিদ্যা। ২৫ । টানস স্ব বা ভারসহজ । যে গুণ থাকাতে কতকগুলি বস্তুকে টানিয়া সহজে ছিন্ন করিতে পারা যায় না, তাহার নাম টানসহত্ব। যে বস্তুর উপর ভার চাপাইয়া দিলে সহজে ভগ্ন হয়, তাহার অগ্রভাগে ভার ঝুলাইয়া দিলে যে সহজে ছিন্ন হয়, এমত নয়। কাচকে অনায়াসেই ভাঙ্গিতে পারা যায়, কিন্তু টানিয়া ছিন্ন করা তাদৃশ সহজ নয়। কোন কাচনলের উপরে ভার চাপাইয়া দিলে শীঘ্ৰ ভগ্ন হইয়া যায়, কিন্তু তাহার অগ্রভাগে ভার ঝুলাইয়া দিলে সহজে ছিড়িয়া পড়ে না। বস্তুতঃ, যে বস্তুর টানসহত্ব গুণ অধিক, তাহার অগ্রভাগে ভার ঝুলাইয়া দিলে অধিক ভার সহিতে পারে ; আর যাহার টানসহত্ব গুণ অল্প, তাহ অল্প ভার সহিতে পারে। এজন্য টানসহত্ব গুণের আর একটী নাম ভারসহত্ব। পাট, শণ, চৰ্ম্ম প্রভৃতি কয়েকটা দ্রব্যে এই গুণ সমধিক পরিমাণে দৃষ্ট হয়।