পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo)e পদার্থ বিদ্যা । স্পরের অভিমুখী হয়, তাহার নাম মহাকর্ষণ, আর যদ্বারা পৃথিবীস্থ দ্রব্য সকল পৃথিবীর কেন্দ্র বা মধ্যাভিমুখে আকৃষ্ট হয় তাহার নাম মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ, মহাকর্ষণেরই একটী রূপ মাত্র । জড় জগতে যত বস্তু আছে তং সমুদয়ই এই মহাকর্ষণের অধীন। এই মহাকর্ষণ-স্থত্রে সমুদয় পদার্থ সম্বদ্ধ হইয়া রহিয়াছে। ইহা সমুদয় বিশ্বব্যাপী এই নিমিত্ত ইহাকে সঙ্কর্ষণ বলা যায়। বোধ হয়, এই সঙ্কর্ষণী শক্তি জড়পদার্থ সংক্রান্ত যাবতীয় প্রাকৃতিক কার্য্যের মূলীভূত। জড় দ্রব্য মাত্রেরই অণুসকল তাপ প্রভাবে প্রতিকৃষ্ট হয়, আর তাপের যত হ্রাস হয়, ততই তাহার। সন্নিকৃষ্ট হয় ; এই নিমিত্ত আণবিক বিকর্ষণ ও তাপ অভিন্ন বলিয়া বোধ হয়। সকলেই জানেন এক একটা জড় দ্রব্যের অণুসকল পরস্পরের সহিত একত্র সংহত হইয়া থাকে, ভিন্ন ভিন্ন দ্রব্যের অণুসকল পরস্পরের সহিত সংসত্ত বা মিলিত হইয়া যায় এবং কখন কখন সংযুক্ত হইয় গুণান্তর প্রাপ্ত হয়। অতএব দৃষ্ট হইতেছে, জড় বস্তুর অনুসকল তাপ, সংহতি, সংসক্তি ও সম্বন্ধের অধীন। তাপের বিবরণ পরে লিখিত হইবে। আমরা সম্প্রতি সংক্ষেপে সংহতি, সংসক্তি ও সম্বন্ধের বিবরণ লিখিতে প্রবৃত্ত হইলাম। ২৭ । আণবিক অাকর্ষণ । আণবিক অাকর্ষণ ও আণবিক বিকর্ষণ, ভেদে আণবিক শক্তি দ্বিবিধ। যে শক্তি দ্বারা জড় পদার্থের অণুসকল পরস্পরের নিকটবর্তী হয়, তাহার নাম অণুকর্ষণ, আণবিক আকর্ষণ বা আণুকাকর্ষণ ; আর যাহার প্রভাবে তাহার দূরবর্তী হয়, তাহার নাম আণবিক বিকর্ষণ বা আণুকবিকর্ষণ। তাপ প্রভাবে দ্রব্যের অণুসকল দূরবর্তী