পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থ বিদ্যা । ○○ হয় দেখিয়া, অনেকে মনে করেন, আণবিক বিকর্ষণ ও তাপ একই পদার্থ। কিন্তু আণবিক বিকর্ষণ যে কি তাহ আমরা নিশ্চয় বলিতে পারি না। সংহতি, সংসক্তি ও সম্বন্ধ ভেদে আণবিকাকর্ষণ ত্রিবিধ। যদ্বারা জড় দ্রব্যের অণুগণ পরম্পরকে আকর্ষণ করিয়া একত্র হইয়া থাকে, তাহার নাম সংহতি। যে শক্তি, প্রভাবে ভিন্ন ভিন্ন দ্রব্যের অণুসকল সংসত্ত, অর্থাৎ মিলিত হয়, তাহার নাম সংসক্তি। আর যাহা দ্বারা ভিন্ন ভিন্ন মূল পদার্থের পরমাণুসকল সংযুক্ত হইয়া গুণান্তর প্রাপ্ত হয়, তাহার নাম রাসায়নিক সম্বন্ধ। এই রাসায়নিক সম্বন্ধকে কখন কখন রাসায়নিক অাকর্ষণ বলা যায়। সংহতি । ২৮। সংহতি । জড় বস্তু সকল অতি স্থঙ্ক স্বক্ষ অণুসমূহের সমষ্টি মাত্র, ইহা পুৰ্ব্বেই উল্লিখিত হইয়াছে। যে শক্তি দ্বারা জড় দ্রব্যের অণুসকল একত্র হইয়া থাকে, তাহার নাম সংহতি। সংহতির পরাক্রম তাদৃশ অধিক হইলে সংঙ্ঘাতকঠিন ভাবের উৎপত্তি হয়। কঠিন অপেক্ষ তরলাবস্থায় সংহতির প্রভাব অনেক অল্প এবং বায়বীয় অবস্থায় তাহার আর কোন লক্ষণই লক্ষিত হয় না। উষ্ণতার যত বৃদ্ধি হয়, সংহতির পরাক্রমও তত হ্রাস হইয়া আইসে। এই ৰিমিত্ত উত্তপ্ত হইলে কঠিন দ্রব্য দ্রব ও দ্রব দ্রব্য বাষ্প হইয়া যায়। বরফ, জল ও জলীয় বাষ্প তিনই এক পদার্থের ভিন্ন ভিন্ন রূপ মাত্র । যখন সংহতির আধিক্য হয়, তখন জল জমিয়া বরফ হয় ; আর যখন উষ্ণতার সমধিক বৃদ্ধি হওয়াতে সংহতির