পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༠༤ পদার্থ বিদ্যা । বল নিতান্ত অল্প হইয়া আইসে, তখন উহা বাষ্পাকার ধারণ করে । পরমাণুগণের ভিন্ন ভিন্ন প্রকার বিনিবেশ বশতঃ সংহতির অনেক তারতম্য হইয়া থাকে ; এবং তন্নিবন্ধন কঠিন দ্রব্যের ভারসহত্ব, কঠোরত্ব, আঘাতসহত্বাদি গুণেরও অনেক ইতর বিশেষ झूठे श्य । যে স্থানে তরল দ্রব্য অধিক পরিমাণে থাকে সে স্থানে মাধ্যাকর্ষণেরই প্রভাব অধিক। এজন্ত তথায় তরল দ্রব্যের কোন নির্দিষ্ট আকার দৃষ্ট হয় না। কিন্তু যেখানে কোন তরল বস্তু অতিশয় অল্প পরিমাণে থাকে, সেখানে সংহতির বলে উহ গোলাকৃতি প্রাপ্ত হয়। যিনি প্রাতঃকালীন পরম রমণীয় মুক্তাফল সদৃশ তুহিন-কণিকা সকল অবলোকন করিয়াছেন, ংহতি প্রভাবে তরল পদার্থের কি প্রকার আকার হয়, তাহী র্তাহার অবিদিত নাই । সংসক্তি । ২৯। সংরক্তি। যে শক্তি দ্বারা সন্নিকৃষ্ট দ্রব্যের অণুসকল আকৃষ্ট হইয়া সম্মিলিত বা সংসত্ত হয় তাহার নাম ংসক্তি। এক একটা দ্রব্যের অণুসকল সংহতি প্রভাবে একত্র হইয়া থাকে ; কিন্তু ভিন্ন ভিন্ন দ্রব্য সন্নিকৃষ্ট হইলে কখন কখন ষে তাহারা এরূপ সংসত্ত হয় যে তাহাদিগকে সহজে বিচ্ছিন্ন করিতে পারা যায় নু তাহার কারণ এই সংসক্তি। কি কঠিন, কি তরল, কি বায়বীয়, সকল অবস্থাতেই ভিন্ন ভিন্ন জড় দ্রব্যের অধুসকল সংসক্তিপ্রভাবে পরস্পরের সহিত মিলিত হয়, নিয়ে তাহার কতিপয় উদাহরণ প্রদর্শন করা যাইতেছে।