পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থবিদ্যা । * गशूनाब्रध्नौ cष श्रार्टी इब्र, ७३ ६कलि कङाई डांख्ॉब्र काब्र१। डेशদিগের এক একটী ছিদ্র এক *कौ কৈশিক নলের স্বরূপ ; এই নিমিত্ত তন্মধ্য দিয়া জল উখিত হয় । কোন পাত্রে একটা লৰণ পিও স্থাপন করিয়া, তাহার নীচে কিঞ্চিং র্ত তের জল । ঢালিয়া দিলে, ঐ জল উহার উৰ্দ্ধদেশ পর্য্যস্ত উত্থিত কইয়া ক্রমে ক্রমে সমুদায়টাকৈ নীলবর্ণ করে। যদি কোন জলপূর্ণ পাত্রে এক গোছা কাপাস স্বত্র এ প্রকারে স্থাপন করা যায় যে, তাহার এক প্রাস্ত জলে মগ্ন থাকে ও অপর প্রান্ত অন্য একটা পাত্র মধ্যে স্থাপিত হয়, তাহা হইলে স্বত্র দিয়া জল উঠিয়া ক্রমে ক্রমে দ্বিতীয় পাত্রে পডে। এই কৈশিকতার প্রভাবেই প্রদীপের বৰ্ত্তি দিয়া তৈল উখিত হয় এবং মৃত্তিক হইতে জল উখি ত হইয়া বৃক্ষাদির শরীরের পুষ্টি সাধন করে। বৃষ্টির জল ভূমিতে প্রবেশ করিয়া তথা হইতে পুনরুখিত হষ্টয়া যে প্রাচীরাদি আর্দ্র করে, এই কৈশিক তাই তাহার ও কারণ । o ৩য়তঃ । কঠিন দ্রব্যের সহিত বায়বীয় দ্রব্যের সংসক্তি । যেরূপ কঠিন ও তরল দ্রব্যের সহিত কঠিন দ্রব্যের সংসক্তি হয়, বায়বীয় বস্তুর সহিত ও সেইরূপ হইয়৷ থাকে। যদিও লৌং জল অপেক্ষ আট গু৭.ভারী, তথাপি ৰায়ুর সহিত সংলন্ত থাকার লেীগচূর্ণ আস্তে আস্তে জলে নিক্ষিপ্ত হইলে মগ্ন না হইয়া ভাসিতে থাকে । অঙ্গারের সহিত নানাবিধ বান্ধীয় পদার্থের সংসক্তি প্রযুক্ত চিকিৎসালয়ে দুৰ্গন্ধময় বায়ু নষ্ট করিবার জন্ত কয়লাপুর্ণ ঝুড়ি টাঙ্গাইয়া द्वf८९ ।।