পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༤༽ পদার্থ বিদ্যা। ৪র্থতঃ । তরল দ্রব্যের সহিত তরল দ্রব্যের সংসক্তি। স্বরার সহিত জল মিশ্রিত হয়, দুগ্ধ ও জলের সহিত মিশ্রিত হইয়া থাকে, কিন্তু তৈল ও জল মিশ্রিত হয় না । ইহার কারণ মুর ও দুগ্ধের সহিত জলের সংসক্তি আছে, কিন্তু তৈলের সহিত উছার সংসক্তি নাই । , অন্তৰ্ব্বাহ ও বহিৰ্ব্বাহ । এই স্থলে অন্তৰ্ব্বাহ ও বহিবৰ্বাহ সম্বন্ধে কিঞ্চিৎ বলা মাবশ্যক। যদি কোন তরল পদার্থ পরিপূর্ণ পাত্রের একমুখ স্বক্ষ চৰ্ম্মাবৃত করিয়া অন্ত এক প্রকার তরল পদার্থ পরিপূর্ণ পাত্রে নিমগ্ন করা যায়, আর যদি দুইটী তরল পদার্থের পরস্পরের সহিত সংসক্তি থাকে, তাহা হইলে চৰ্ম্মের মধ্য দিয়। একটা প্রবাহ বাহির হইতে ভিতরে প্রবেশ করে ; এবং আর একটা প্রবাহ ভিতর চাইতে বাতিরে আটসে । এই দুইটি প্রবাহকে অন্তৰ্ব্বাছ ও বহিৰ্ব্বাস্থ বা অস্তঃপ্রবাহ ও বহিঃপ্রধাৰ বলে। " ৫মতঃ । তরল দ্রব্যের সহিত বায়বীয় পদার্থের সংসক্তি । জলাদিতে অনেক গুলি বায়বীয় দ্রব্য দ্রব হইয়। থাকে ; কিন্তু সকল বায়ু সমান পরিমাণে দ্রব হয় না । এক ভাগ জলে ৫•• পাচশত ভাগ আমোনিয়া এবং ১• • এক শত ভাগ জলে ৩ ভাগ মাত্র অন্নজনক বায়ু দ্রব হয় । রাসায়নিক সম্বন্ধ । কতিপয় মূল জড় পদার্থের পরস্পর সংযোগে এই ৰিশ্ব সংসারন্থ যাবতীয় জড় বস্তু বিরচিত হইয়াছে। যেরূপ বর্ণমালার কয়েকটী বর্ণ সংযোগে যাবতীয় শব্দই লিখিত হইতে পারে; সেই রূপ কয়েক প্রকার মুল জড় পদার্থ হইতে নিখিল জড়