পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। বলবিজ্ঞান । ১ম পরিচ্ছেদ । গতি । ৩৫ ৷ গতি । এক স্তান হইতে স্থানান্তর হওয়ার নাম গতি, এবং গতির অসদ্ভাবকেই স্থিতি বলে । যদি কোন নির্দিষ্ট বস্তু লম্বন্ধে কোন বস্তুর অবস্থিতি অনুক্ষণ পরিবর্তিত হইতে থাকে তাহা চইলে উচ্ছাকে সচল, আর যদি কোন বস্তু নিয়তই এক স্থানে অবস্থিত থাকে তাঁহা হইলে উঠাকে নিশ্চল বলা যায়। পরস্তু গতি ও স্তিতির স্বরূপ আমরা জ্ঞাত্ত নকি, এনিমিত্ত ইহাদিগের প্রকৃত লক্ষণ করাও আমাদিগের সাধ্য নহে । কথিত আছে, शड़ि কাচাকে রলে ? এক জন প্রাচীন পণ্ডিত ইহা জিজ্ঞাসিত হক্টলে, কিয়ৎক্ষণ ইতস্ততঃ পদচারণ করিয়া বলিয়াছিলেন, আমি তোমাকে গতি দেখ{ইলাম, কিন্তু গতি যে কি, তাহ বাক্য দ্বাঞ্চন বুঝাইয়া ਿਲ সমর্থ নহি । বাস্তবিক গতি ও স্থিতির স্বরূপ বা ক্যদ্বার সবিশেষ বর্ণনা করা যায় । o ৩৬ ৷ সাপেক্ষ ও নিরপেক্ষ গতি । সাপেক্ষ ও