পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থবিদ্যা। 歌$ ছয়। ফলতঃ যদি কতকগুলি বল একই ঋজু রেখাক্রমে অবস্থিত হইয়া কাৰ্য্য করে, তাহা হইলে তাহাদের পরিমাণ তাহাদিগের বৈজিক সমষ্টির তুল্য হইয়া থাকে। ৩ সের ও ৪ সের পরিমিত দুইটি বল যদি ঠিক সরল রেখাক্রমে কোন বস্তুকে একদিকে আকর্ষণ করে, আর ৮ সের পরিমিত আর একটি বল যদি ঠিক.বিপরীত দিকে প্রযুক্ত হয়, তাহ হইলে উহাদের পরিমাণ ৩+ ৪—৮=—১। অর্থাৎ এই তিনটি ৰলদ্বারা যে কাৰ্য্য হইতেছে তিনটি বল প্রয়োগ না করিয়া ৮ সের পরিমিত বলট যে দিকে আকর্ষণ করিতেছে সেই দিকে শুদ্ধ ১ সের পরিমিত একটী মাত্র বল প্রয়োগ করিলেও সেই কাৰ্য্য হইতে পারে। অতএব দৃষ্ট হইতেছে অনেকগুলি বল দ্বারা যে কাৰ্য্য সাধিত হয়, শুদ্ধ একটা মাত্র বল প্রয়োগ করিলেও সেই ফল হইতে পারে। একই খজু রেখাক্রমে কাৰ্য্যকারী বল সমূহের স্থলেই যে কেবল এইরূপ হইয়া থাকে • শ অন্যত্র হয় না, এমত নহে। যে স্থলে ক জড় কণাটী শ, ব, প প্রভৃতি ভিন্ন ভিন্ন ‘ ক বল দ্বারা ভিন্ন ভিন্ন দিকে আকৃষ্ট হইয়াও স্থির ভাবে থাকে সেখানে ঐ সকল বলের মধ্যে শ কি অন্য যে কোনটীকে ধর, তদ্বারা ব, প প্রভৃতি অন্যান্ত বল সমুদায়ের কার্য্য যে সম্পূর্ণরূপে নষ্ট হয়, ইহা অবশুইস্বীকার করিতে হইবে ; কেননা তাহা নাচুইলে জড় কণাটী কখনই স্থির হইয়া খার্কিত না। স্বতরাং । প্রতীয়মান