পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থ বিদ্যা । , to, ৪৫ । বলবিষয়ক বহু কোণী ক্ষেত্র । এক বিন্দুতে প্রযুক্ত দুইটা বলের সঙ্গাত বল যে রূপে অবধারণ করা যায়, এক বিন্দুতে প্রযুক্ত বহুসংখ্যক বলেরও সভাত বল সেই প্রকারে নিরূপণ করা যাইতে পারে। মনে কর কথ, কগ, কঘ, কচ রেখাগুলি দ্বারা ক বিন্দুতে প্রযুক্ত ব, প, স, শ, বল গুলি প্রকাশিত হইতেছে। এক্ষণে বল সমান্তর ক্ষেত্র অবলম্বন করিয়া ব, প, স, শ ৰলের সত্তঘাত বল অনায়াসে অবধারণ করা যাইতে পারে। ১মতঃ কখছগ সমান্তর ক্ষেত্র অঙ্কিত করিয়া কছ কর্ণ রেখা টান তাহা হইলে কছ, ব ও প এর সংঘাত বলহুচক হইবে। ২য়তঃ কছজঘু সমান্তরাল ক্ষেত্র অঙ্কিত কর, তাহা হইলে কাজ কর্ণ রেখা দ্বারা ব প স এর সঙ্ঘাত বল বুঝাইবে। ৩য়তঃ কজঝচ সমান্তরাল ক্ষেত্র অঙ্কিত করিয়া কব যোগ কর, কবা” কর্ণ রেখা দ্বারা প, ব, স, শ এর সঙ্ঘাত, বল প্রকাশিত হইবে। বিবেচনা করিয়া দেখিলেই প্রতীতি হইবে, প্রযুক্ত বলের ংখ্যা কেন যতই হউক না, তাহাদের সত্তঘাত বল এই প্রণালী অবলম্বন করিয়া অনায়াসে নির্ণয় কর যাইতে পারে। কব এর বিপরীত অভিমুখে বা এর তুল্য একটা বল প্রয়োগ করিলে ক বিন্দু যে স্থির ভাবে থাকিবে, ইহা বলা বাহুল্য মাত্র।