পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থ বিদ্যা । , št পাশ্বে যত গুলি পরমাণু আছে, তাছারা পৃথিবীর মাধ্যাকর্ষণ दात्रा श्र क्ष निम्न निप्क आङ्कप्टे श्हेप्उप्झ् , किस्त्र धै गरुण আকর্ষণ মিলিয়া মধ্যস্থল হইতে একটা আকর্ষণের ন্যায় কাৰ্য্যকারী হয়। সুতরাং সেই আকর্ষণের প্রতিকুল একটা বল উদ্ধ দিকে প্রযুক্ত হইলে ঐ লৌহ দণ্ড স্থিরভাবে থাকিৰে उाशत्र श्राफरी कैि ! निबडांकांब ७ गमचन जम्बाब fरू মধ্যস্থলই ভারকেন্দ্র ; গোলাকার দ্রব্যের কেন্দ্রই ভারকেন্দ্র । স্তম্ভের মেরুদণ্ডের মধ্য বিন্দুই ভারকেন্দ্র । কোন কোন দ্রব্যের ভারকেন্দ্র ঐ বস্তুতে না থাকিয়া উহার অন্তরে থাকে অঙ্গুরীয়কের ভারকেন্দ্র উহার অন্তর্গত শূন্ত স্থানে অবস্থিত ; ফলতঃ যাবতীয় ফাপা দ্রব্যেরই ভারকেন্দ্র উহাদের মধ্যবৰ্ত্তী শূন্ত স্থানে অবস্থিত থাকে। যদি কোন বস্তুর ভারকেন্দ্রবিনির্গত লম্বরেখা উহার নীচে না পড়িয়া বাহিরে পড়ে, তাহ। হইলে উহ্য স্থির থাকিতে ন। পারিয়া আমনি ধরণীতলে পতিত হয় । ভারকেন্দ্র অবলম্বন প্রাপ্ত হইলে দ্রব্যমাত্রই স্থির হইয় থাকে, এবং উস্থা অনাশ্রিত কইলে সকল বস্তুই বিচলিত হইয়া পড়িয়া যায়। প্রাচীর বা স্তম্ভাদি যতক্ষণ ঠিক সরল ভাবে উন্নত থাকে, ততক্ষণ उाराब्रि ভারকেন্দ্রনিপুতিত লম্বরেখা তাহাদিগের নিয়ে আসিয়া পড়ে। কিন্তু কোন কারণ বশতঃ যদি তাহার ছেলিয়া পড়ে, তবে ঐ রেখাঁ তাহাদের ভূমির বাহিরে পতিত হওয়াতে তাহারা পড়িয়া যায় । যে বস্তর শিরোভাগ অপেক্ষা অধোভাগ প্রশস্ত তাহা শীঘ্র ভূতলে পতিত হয় না। কেননা অধিক ছেলিয়া না পড়িলে