পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিতৈমিত । by :) দিলেন, যুদ্ধ করিতে আমার ভয় হয় না, কিন্তু পাপ করিতে ভয় হয় । অার ঠহাদ্বারা তিনি ইহা প্রকাশ করিলেন যে মনুষ্যের আজ্ঞা অপেক্ষ ঈশ্বরের আজ্ঞা পালন করা অতিশয় সাহসিক লোকের কৰ্ম্ম । ধর্মের নিমিত্তে তাড়নাগুস্ত অনেক ২ লোক ভয়ানক মন্ত্রণ ভোগ করণ কালে লে ধৈর্য ও সাইস প্রকাশ করিয়াছে, তাচার অনেক উদাহরণ ইহার পরে অন্য গ্রন্থে প্রকাশিত হইবে। ৮ অধ্যয় । ক্রিতৈনি তা । ১। এক জন যুব শিক্ষকের কথা । আজ্ঞান বালকদিগকে ধৰ্ম্মশিক্ষা দিবার নিমিত্ত্বে ঈ৭লগু ও আমেরিকা দেশের অনেক ২ স্থানে রবিবারের পাঠশাল স্থাপিত হইয়াছে ; সেই সকল পাঠশালার শিক্ষকের বালকদের পরিত্রাণার্থে বিনা বেতনে পরিশ্রম কলে । আমেরিক দেশের কোন বিদ্যালয়ে এক জন যুর ছাত্র অধ্যয়ন করিতেছিলেন, তথাপি আপন পরিশ্রমদ্বারা আপনাকে প্রতিপালন করিতেন। সেই যুবার আচার ব্যবহারেতে সত্য ধৰ্ম্মের গুণ স্লষ্টরূপে প্রকাশ পাইল । তিনি যে স্থানে বাস করিতেন, সেই স্থানের লোকেরা ধৰ্ম্মজ্ঞান বিহীন হওয়াতে অত্যন্ত দুরাচার ছিল । তাহাদের এমন অবস্থাতে অতিশয় দুঃখিত হইয়। তিনি প্রথমে গৃহে ২ গমন করিয়া লোকদিগকে উপদেশ দিবার নিমিত্তে I 3