У о পবিত্র আত্মার ফল । সভ করণের স্থান প্রার্থনা করিলেন, কিন্তু তাহারা নিতান্ত অসম্মত হইল। পরে তিনি রবিবারে তাহাদের বালকদিগকে শিক্ষা দিবার আশয়ে পুনরায় গৃহে ২ গিয়া বালকদিগকে নিমন্ত্ৰণ করিলেন । তাহাতে বালকের শিক্ষা পাইতে সম্মত হইলে তিনি শিক্ষা দিবার উপযুক্ত স্থানের অন্বেষণে পুনৰ্ব্বার প্রতিশৃহে গমন করিলেন, কিন্তু কেহ স্থান দিতে চাহিল না। অতএব তিনি বালকগণকে এক বৃক্ষতলে আসিতে বলিলে তাহারণ আসিল, আর তিনি এক রবিবারে তাহাদের সহিত প্রাথনা করিয়া ধৰ্ম্মপুস্তক পাঠ করিলেন । পরে বালকের। তাহার শিক্ষাতে সন্তুষ্ট হওয়াতে তিনি প্রতি রবিবার সেই বৃক্ষতলস্থ পাঠশালায় যাইতেন। অনন্তর এক রবিবার প্রাতঃকালে অতিশয় বৃষ্টি হইলে তিনি মনে ২ ভাবিতে লাগিলেন, বুঝি অদ্য সেই বৃক্ষতলে অতি অল্প বালক আসিলে ; যাহা হউক, আমি তথায় গিয়া দেথি । পরে প্রায় সমুদায় বালকদিগকে তথার উপস্থিত দেথিয়া অতিশয় সন্তুষ্ট হইয়া প্রার্থন পূৰ্ব্বক শিক্ষা দিতে আরম্ভ করিলেন । ইহা দেখিয়া এক ব্যক্তি আসিয়া বলিল, আদ্য তোমরা সকলে আমার গোশালাতে আইস । ইহ। শ্রবণমাত্রে সেই যুব বালকদের প্রতি ফিরিয়া বলিলেন, এই ব্যক্তি আমাদিগকে আপন গোশালায় স্থান দিতে সম্মত আছেন। আইস আমরা ইহাতে ঘৃণা বোধ না করিয়া সন্তুষ্ট মনে তথায় গমন করি, আর আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্ট গোশালাতে জন্মিয়াছিলেন, ইহা স্মরণ করি । ,
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।